শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ১০:৫৩ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ লঙ্কান সামারাবিরা

স্পোর্টস ডেস্ক: [২] বাংলাদেশ দলের সাবেক কোচ থিলান সামারাবিরাকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। আসন্ন বাংলাদেশ সফর দিয়েই নিউজিল্যান্ডের সঙ্গে নিজের কাজ শুরু করবেন সাবেক এই লঙ্কান ক্রিকেটার।

[৩] বাংলাদেশ সফরের পর পাকিস্তান সফরে যাবে কিউইরা। এরপর তারা ভারত সফর করবে। অক্টোবরে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূলত সামনের এই ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই নিয়োগ দেয়া হয়েছে সামারাবিরাকে।

[৪] এর আগে নিউজিল্যান্ডের টেস্ট দলের সাপোর্টিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন সামারিবিরা। সেবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল নিউজিল্যান্ড দল। সেখানেই দলটির পরামর্শক হিসেবে ছিলেন তিনি। এবার পূর্ণকালিন কোচ হিসেবেই নিউজিল্যান্ড দলের সঙ্গে যুক্ত হচ্ছেন শ্রীলঙ্কার সাবেক এই ব্যাটসম্যান।

[৫] শ্রীলঙ্কার হয়ে ৮১টি টেস্ট ও ৫৩টি ওয়ানডে ম্যাচে খেলেছে সামারাবিরা। যথাক্রমে করেছেন ৫ হাজার ৪৬২ ও ৮৬২ রান। সীমিত ওভারের চেয়ে সাদা পোশাকেই বেশি সাবলীল ছিলেন সামারাবিরা। ১৩২ ইনিংসে ৪৮.৭৭ গড়ে রান করেছেন তিনি। ২০১৩ সালে ক্রিকেট ক্যারিয়ার শেষ করে কোচিংয়ে মনোযোগ দিয়েছিলেন তিনি। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়