শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ১০:১১ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পেনের ভিয়ারিয়ালকে হারিয়ে সুপার কাপ জিতলো ইংলিশ ক্লাব চেলসি

স্পোর্টস ডেস্ক: [২] নিরপেক্ষ ভেন্যু নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টের উইন্ডসর স্টেডিয়ামে বুধবার (১১ আগস্ট) রাতে টাইব্রেকারে ম্যাচ গড়ালে ৬-৫ ব্যবধানে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে হারিয়ে শিরোপা জিতে ইংলিশ ক্লাবটি।

[৩] টাইব্রেকারে ভিয়ারিয়ালের দুটি শট রুখে দিয়ে চেলসির নায়ক বদলি গোলরক্ষক কেপা আরিজাবালাগা। ম্যাচের শুরু থেকেই সমানে সমান লড়তে থাকে দু’দল। একের পর এক আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে দুই দলের রক্ষণভাগ। তবে প্রথম গোল পায় চেলসি।

[৪] ম্যাচের ২৭ মিনিটের মাথায় হাকিম জিয়েচির গোলে লিড নেয় চেলসি। প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারেনি ভিয়ারিয়াল। তবে বিরতির পর ৭৩ মিনিটের মাথায় সমতায় ফেরে স্প্যানিশ ক্লাবটি। জিয়ার ব্যাকপাস পেয়ে জোরালো শটে সমতা আনেন জেরার্ড মরেনো। এ নিয়ে শেষ ৯ ম্যাচে আট গোল করলেন মরেনো। -গোল ডটকম

[৫] তার আগে পরে অবশ্য বেশ কয়েকবার সুযোগ আসে দু’দলের সামনেই। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। দশ মিনিটের মাথায় ফাঁকায় বল পেলেও লক্ষ্যে ঠিক রাখতে পারেননি ক্রিস্টিয়ান পুলিসিক। অতিরিক্ত সময়েও গোল করতে যখন ব্যর্থ হয় দু’দল তখন ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এবারসহ ৪৭টি সুপার কাপ ম্যাচের মাত্র তিনটি গড়াল টাইব্রেকারে। এই টাইব্রেকারের সবকটি ম্যাচেই খেলেছে চেলসির নাম। এর আগে দুটি টাইব্রেকারের ম্যাচে হারলে এবার জিতেছে ব্লুজরা।- গোল ডটকম/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়