শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ০৯:২৩ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন আরও ৬ মামলা তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর

সুজন কৈরী: [২] হেলেনা জাহাঙ্গী, পিয়াসা ও পরীমনির ৮টি মামলার তদন্তভার পাওয়ার পর আরও ৬টি মামলার তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে।

[৩] বুধবার ডিএমপির ৪টি থানায় হওয়া পৃথক ছয়টি মামলার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়। বনানী, ভাটারা, গুলশান ও খিলক্ষেত থানায় মামলাগুলো দায়ের করা হয়।

[৪] এর মধ্যে বনানী থানায় নজরুল ইসলাম রাজ ও সবুজ আলীকে আসামি করে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ভাটারা থানায় মাসুদুল ইসলাম জিসান ও শরফুল হাসান ওরফে মিশু হাসানকে আসামি করে পর্ণোগ্রাফি আইনে মামলা করা হয়। একই থানায় মাসুদুল ইসলাম জিসানকে আসামি করে বিশেষ ক্ষমতা আইন এবং শরফুল হাসান ওরফে মিশু হাসানকে আসামি করে অস্ত্র আইনে মামলা করা হয়।

[৫] গুলশান থানায় হেলেনা জাহাঙ্গীরকে আসামিকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। খিলক্ষেত থানায় মাসুদুল ইসলাম জিসান ও পিয়াসাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

[৭] সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান বলেন, তদন্তভার পেলেও মামলাগুলোর নথি এখনও সিআইডি পায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়