শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ০৭:০৭ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসজিতে মেসিকে পেয়ে খুশিতে আত্মহারা নেইমার

স্পোর্টস ডেস্ক: [২] লিওনেল মেসির সাথে নেইমারের বন্ধুত্বের গল্প অজানা নয় কারোরই। নেইমার বার্সা ছাড়ার পর হয়তো কমেছিলো দেখা হওয়া কিন্তু ভালোবাসাটা ঠিকই ছিলো আগের মতোই। বন্ধুত্বের বন্ধনটা আরও রঙিন করার সুযোগ হয়েই যেন এলো মেসির পিএসজিতে যোগ দেওয়ার খবরটা।

[৩] মেসি-নেইমারের বন্ধুত্বের শুরুটা সেই বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় থেকেই। ২০১৭ সালে নেইমার নাম লেখান ফরাসি ক্লাব প্যারিস সেইন্টজার্মেইতে। যে কারণে ভাঙে এই জুটি। কিন্তু এই মৌসুমে আবার এক হচ্ছেন তারা। একদিন আগেই প্যারিসের ক্লাবে যোগ দিয়েছেন মেসি।

[৪] প্রিয় বন্ধুকে নিজের ক্লাবে পেয়ে দারুণ খুশি নেইমার। আর্জেন্টাইন মহাতারকাকে পেয়ে অনেক আপ্লুত তিনি। নিজের সেই আগেরে কথা লুকাননি এই মহাতারকা। মেসিকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন নেইমার।

[৫] দুইজনের পুরোনো গোল ও অ্যাসিস্টের সেই ভিডিওর ক্যাপশনে নেইমার যা লিখলেন তার বাংলা অনুবাদ দাঁড়ায়, “পুনরায় একসঙ্গে”

[৬] লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার পুনরায় মাঠে দেখা যাবে মেসি-নেইমার জুটি। মেসির পিএসজিতে যোগ দেওয়ার পেছনে নাকি বড় ভূমিকা রেখেছেন নেইমারও। মেসিকে দলে যোগ দিতে রাজি করানো, পুরো প্রক্রিয়াটির সঙ্গেই গভীরভাবে জড়িয়ে ছিলেন নেইমার। মেসির জন্য নিজের ১০ নম্বর জার্সিও নাকি ছেড়ে দিতে রাজি ছিলেন এই ব্রাজিলিয়ান।

[৭] যদিও মেসি নিতে রাজি হননি নেইমারের জার্সি। বার্সার হয়ে নিজের ক্লাব ক্যারিয়ার শুরু করা সেই ৩০ নম্বর জার্সিই বেছে নিয়েছেন।

[৮] এবার চেনা সেই বার্সা ছেড়ে যখন নতুন এক অধ্যায় শুরু হলো মেসির, তখন সবার চোখ থাকছে ফ্রান্সে। দেখা যাক স্পেনের সেই অপ্রতিরোধ্য মেসির দেখা মেলে কিনা ফ্রান্সে। - ইনস্টাগ্রাম / মার্কা / গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়