শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ০২:১৬ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্থিরতা ও স্থবিরতা কাটাতে পথ খুঁজছে চলচ্চিত্রশিল্প

ইমরুল শাহেদ: চিত্রনায়িকা পরীমণি গ্রেপ্তার হওয়ার পর স্থবির চলচ্চিত্রশিল্পে অস্থিরতা আরেকটু বেড়েছে। গ্রেপ্তারের চারদিন পর পরীমণির সদস্যপদ স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। কিন্তু সমিতির এই ভূমিকা চিত্রকর্মীদের একটি অংশ ভালোভাবে গ্রহণ করেননি। পরিচালক আবু সাঈদ শিল্পী সমিতির এই সিদ্ধান্তকে বলেছেন ‘ন্যাক্কারজনক’। আরো নির্মাতারাও এ ব্যাপারে বেশ নাখোশ।

কিন্তু কয়েকজন শিল্পী পরীমণির সসদ্যপদ স্থগিতের পক্ষে সোচ্চার। তার মধ্যে রয়েছেন সোহেল রানা। প্রশ্ন এখানে নয়। বিগত কয়েক বছর আগে থেকেই চলচ্চিত্রে একটা স্থবিরতা বিরাজ করছে। এর কারণ হলো ছবি দেখার দিক থেকে দর্শক মুখ ঘুরিয়ে নিয়েছে প্রায়। দীর্ঘ সময় পর ‘পাসওয়ার্ড’ ছবিটি হিট করেছিল। তারপর আর কোনো ছবি আশা জাগানিয়া কোনো ব্যবসা করতে পারেনি। তার মধ্যেই নেমে আসে মহামারির থাবা। সিনেমা হল বন্ধ হয়ে যায়।

ছবির নির্মাণ বন্ধ হয়ে যায়। কেউ কেউ করোনা আক্রান্ত হওয়ার আশংকা নিয়েই কাজ করেছেন। কিন্তু মূলধারার চলচ্চিত্র নির্মাণে স্থবিরতা নেমে আসে। এমন কঠিন সময় এর আগে সম্মুখীন হয়নি চলচ্চিত্রশিল্প। শুটিং নেই। হল বন্ধ। শিল্পীরা পার করছেন বেকার সময়। অনেক তারকাদের সমস্যায় পড়তে না হলেও টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট, কোরিওগ্রাফার, জুনিয়র শিল্পীসহ যাদের আয় দিনভিত্তিক কিংবা সপ্তাহ বা মাসভিত্তিক তারা রয়েছেন চরম আর্থিক সংকটে।

সিনেমা হল বন্ধ থাকলে ছবি মুক্তি পাবে কোথায়? করোনার এক বছরে বিশ্বময় চলচ্চিত্র নির্মাতারা বিকল্প পথ হিসেবে ছবি মুক্তির জন্য বেছে নিয়েছেন ওটিটি প্ল্যাটফর্ম। কিন্তু এই প্রযুক্তির মাধ্যমে চলচ্চিত্র দেখার মতো দর্শক এদেশে তেমন একটা তৈরি হয়নি। একটি চলচ্চিত্র যখন সিনেমা হলে প্রদর্শিত হয় তখন সেটাকে বলা হয় চলচ্চিত্র। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে গেলে চলচ্চিত্রটি হয়ে যায় কনটেন্ট।

সিনেমা দর্শকরা একটি চলচ্চিত্রকে কনটেন্ট হিসেবে দেখতে চান না। কিছু নির্মাতাও চান না তাদের ছবিগুলো কনটেন্ট হিসেবে পরিচিত হোক। এজন্য বড় বাজেটে নির্মিত প্রায় ত্রিশটির মতো ছবি সেন্সর সনদপত্র হাতে নিয়ে মুক্তির অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট নির্মাতারা। এই নিয়ে থেমে নেই প্রযোজক ও পরিচালক অনন্য মামুন। তিনি নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম আইথিয়েটার নিয়ে ব্যস্ত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়