শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্কবিহীন শিশুরা টিকা দেয়নি এমন শিশুদের মৃত্যুর কারণ হতে পারে, শঙ্কা ওকলাহামা স্কুল বোর্ডের

রাশিদুল ইসলাম : [২] ওকলাহামা স্কুল বোর্ডের একজন সদস্য বলছেন বিষয়টি বাঁচা মরার প্রশ্ন। তাই তিনি স্কুল শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করার জন্যে বোর্ডকে চাপ দেওয়ার আহবান জানান। আরটি

[৩] একই দিন ওকলাহামার নরম্যান পাবলিক স্কুল বোর্ডের সদস্য লিন্ডা সেক্সটন জরুরি অবস্থা প্রত্যাহার না করা পর্যন্ত স্কুল শিক্ষার্থীরে মাস্ক পরিধানের পক্ষে মত দেন। নরম্যান পাবলিক স্কুলে এদিন বছরের ক্লাস শুরু হয়েছে।

[৪] বোর্ড সভায় সেক্সটন বলেন যে তিনি খুব রাগান্বিত এ কারণে যে পাঁচ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া যাবে না কিন্তু তারা মাস্ক না পরলে পাঁচগুণ বেশি সংক্রামক ভাইরাসে আক্রান্ত হতে পারে।

[৫] যুক্তরাষ্ট্রে নতুন করে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার ঘটায় অনেকেই দুশ্চিন্তায় পড়েছেন। সেক্সটন এও বলেন যেসব অভিভাবকরা তাদের বাচ্চাদের মাস্ক পরাতে চান না তাদের ভার্চুয়াল স্কুলে শিক্ষা দেওয়া উচিত।

[৬] ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট মাস্ক পরিধানের যে আদেশ রয়েছে তা প্রত্যাহারের জন্যে অন্যান্য স্কুলগুলোকে একযোগে প্রচেষ্টা শুরুর আহবান জানিয়েছেন।

[৭] কিন্তু সেক্সটন এধরনের প্রচেষ্টাকে শিশুদের স্কুলে বিনা মাস্কে পাঠিয়ে তাদের হত্যার মুখে ঠেলে দেওয়ার শামিল বলে মন্তব্য করেছেন।

[৮] গভর্নর কেভিন স্টিট গত জুনে সিনেটে একটি বিলে স্বাক্ষর করেন যাতে মাস্ক পরিধান বাধ্যতামূলক না করার জন্যে বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে কোভিড ভ্যাকসিন পাসপোর্ট বাতিলের ব্যাপারেও সমালোচনা করেন কেভিন স্টিট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়