শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ১২:১৮ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে ডিবির ইন্সপেক্টরসহ ৬ কর্মকর্তা গ্রেপ্তার

সালেহ্ বিপ্লব: [২] মঙ্গলবার (১০আগস্ট) তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা হয়েছে। জেলা পুলিশ অভিযুক্ত পুলিশ সদস্যদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

[৩] চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ফেনী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম এবং তিন উপ-পরিদর্শক (এসআই), দুই সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ডিবিসি, নিউজ টুয়েন্টি ফোর, চ্যানেল ২৪

[৩] আটক অন্যরা হচ্ছেন এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং এএসআই অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা।

[৪] ফেনীর পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবী জানান, রোববার (৮ আগস্ট) বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকার পথে যাওয়ার সময় স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস ফেনী ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের সদস্যরা তার থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যায়। পরে গোপাল দাস ফেনীর এসপির কাছে লিখিতভাবে অভিযোগ করে। পরে এসপি তাদের শনাক্ত করে চার জনকে প্রাথমিকভাবে আটক করে। পরবর্তীসময়ে তাদের জবানবন্দিতে আরও দু’জনকে আটক করা হয়। এসপি তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার জব্দ করে। বাকি পাঁচটির ব্যাপারে পুলিশ তদন্ত করছে।

[৫] এসপি আরও জানান, স্বর্ণের বারগুলো ওই ব্যবসায়ীর বৈধ অথবা অবৈধ কি-না, সেটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়