শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০৮:৫৬ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৮:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ন্যু ক্যাম্প থেকে ছিঁড়ে ফেলা হচ্ছে মেসির ছবি

স্পোর্টস ডেস্ক: [২] বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির আর কোন সম্পর্ক নেই। ছিন্ন হয়ে গেছে ২১ বছরের অম্ল-মধুর সম্পর্ক। ন্যাপকিনে লেখা চুক্তিপত্রে শুরু হয়েছিল মেসির বার্সা যাত্রা; সেই ন্যাপকিনে চোখের জল মুছতে মুছতে মেসি দিয়েছেন প্রিয় ক্লাব ছাড়ার ঘোষণা।

[৩] মাঝে অনেকগুলো বছর কেটে গেছে, ক্লাবকে নিয়ে গেছে সাফল্যের উচ্চ শিখরে। কিন্তু সবকিছুরতো একটা শেষ আছে; মেসিরও বার্সা জীবন শেষ। মেসি এখন প্যারিসের পথে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আসবে পিএসজির সঙ্গে নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা।

[৪] এর মধ্যেই বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্প থেকে সরিয়ে ফেলা হচ্ছে মেসির যত পোস্টার কিংবা ছবি। স্টেডিয়ামের দেয়ালজুড়ে যত ছবি কিংবা পোস্টার ছিল সব ছিঁড়ে ফেলা হচ্ছে। মেসির সঙ্গে অন্য তারকারাও আছেন; তাদেরগুলো রেখে দেওয়া হচ্ছে।

[৫] ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছড়িয়ে পড়েছে পোস্টার ছেঁড়ার ছবি। হাহাকার মেসি ভক্তদের মনে-প্রাণে। স্টেডিয়ামের দেয়াল থেকে মুছে দেওয়া হচ্ছে মেসির ছবি; কিন্তু ভক্তদের হৃদয় থেকে সহজে মোছা যাবে?

[৬] মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় বিকেলে নিজের বাসা ছেড়ে বার্সেলোনার বিমানবন্দরের দিকে যাত্রা করেন মেসি। এরপরেই উড়াল দিয়েছেন প্যারিসের উদ্দেশ্যে । ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টস বিষয়টি নিশ্চিত করেছে।

[৭] মেসি পিএসজির প্রস্তাবে সম্মতি দিয়েছেন। প্রতি মৌসুমে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দুই বছর প্যারিসে থাকবেন। চুক্তি বাড়ানো যাবে আরও এক বছর। চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করতেই মেসির প্যারিস যাত্রা। দ্যা টেলিগ্রাফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়