শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০৫:৪২ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যাত্রী সেজে গাড়ি ছিনতাই, ৯৯৯ এ ফোন কলে উদ্ধার

সুজন কৈরী: [২] জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে একজনের ফোন কলে তার ছিনতাইকৃত ব্যক্তিগত গাড়ি উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে গাড়ি ছিনতাইয়ের অভিযোগে আল আমীন (২৮) নামের একজন যুবককে আটক রা হয়েছে।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, সোমবার রাত সাড়ে ১০টায় ঢাকার সাভার থেকে সাঈদ রুহুল আমিন নামের একজন ফোন করে জানান, তার সাদা রঙের এক্সিও গাড়িটি ১৫ মিনিট আগে সাভার থেকে ছিনতাই হয়েছে। তিনি আরও জানান, একজন ছিনতাইকারী যাত্রী সেজে গাড়িতে উঠে চালককে মারধর করে গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়িটি নিয়ে চলে গেছে। গাড়িতে জিপিএস লোকেশন ট্র্যাকার সংযোজিত আছে। এর মাধ্যমে তিনি অবস্থান দেখতে পাচ্ছিলেন গাড়িটি বর্তমানে আশুলিয়ার জিরানীর একটু আগে রয়েছে এবং গাজীপুরের চন্দ্রার দিকে যাচ্ছে।

[৪] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি আশুলিয়া থানা, গাজীপুরের কালিয়াকৈর থানা এবং গাজীপুর হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে ছিনতাইকৃত গাড়িটি আটকের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সংবাদ পেয়ে সড়ক মহাসড়কে সংশ্লিষ্ট থানা পুলিশের টহল টিম এবং চেক পোষ্টগুলো তৎপরতা চালাতে থাকে। ৯৯৯ কলারের সাথে যোগাযোগ রক্ষা করছিলো এবং গাড়িটির সর্বশেষ অবস্থান জেনে সংশ্লিষ্ট পুলিশকে জানাচ্ছিলো।

[৫] একপর্যায়ে রাত প্রায় ২টায় গাজীপুরের শফিপুর আনসার একাডেমীর প্রধান ফটকের সামনে থেকে গাজীপুর সালনা হাইওয়ে পুলিশের একটি দল অস্থায়ী একটি চেকপোষ্ট বসিয়ে গাড়ি ও ছিনতাইকারীকে আটক করে।

[৬] সালনা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শাকের আহমেদ ৯৯৯ কে ফোনে জানান, ছিনতাইকারী পুলিশের তৎপরতা টের পেয়ে বারবার দিক পরিবর্তন করছিলো। এজন্য গাড়িটি আটকাতে কিছুটা সময় লেগেছে। গাড়ি এবং আটককৃতকে পরবর্তী আইনী ব্যবস্থার জন্য গাজীপুরের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে। যথাযথ আইনী প্রক্রিয়ায় গড়িটি মালিককে হস্তান্তর করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়