শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০২:৫৫ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ শেষে ব্যাটে-বলে সেরা পাঁচের চারজনই বাংলাদেশের

মাহিন সরকার : [২] পাঁচ ম্যাচের সিরিজে চারটাতেই বাংলাদেশের জয় তাও আবার দারুন আধিপত্য দেখিয়ে। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশের কতটা আধিপত্য ছিল তা সিরিজ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তাকালেও বোঝা যায়। দুই তালিকাতেই শীর্ষে দুই অজি থাকলেও প্রথম পাঁচের চারজনই বাংলাদেশের।

[৩] সিরিজে ৫ ম্যাচে ১৫৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক অস্ট্রেলিয়ার ডানহাতি ব্যাটসম্যান মিচেল মার্শ। এছাড়া শতরানের বেশি করেছেন আর মাত্র দুইজন, তারা হলেন আফিফ হোসেন এবং সাকিব আল হাসান।

[৪] অন্যদিকে বল হাতে ৮ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড ও বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ। নাসুম সিরিজের সব ম্যাচ খেললেও হ্যাজলউড খেলেছেন ৪ ম্যাচ।

[৫] সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক :
১. মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) - ৫ ইনিংসে ৩১.২০ গড়ে ১৫৬ রান।
২. সাকিব আল হাসান (বাংলাদেশ) - ৫ ইনিংসে ২২.৮০ গড়ে ১১৪ রান।
৩. আফিফ হোসেন (বাংলাদেশ) - ৫ ইনিংসে ২৭.২৫ গড়ে ১০৯ রান।
৪. মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ) - ৫ ইনিংসে ১৮.২০ গড়ে ৯১ রান।
৫. মোহাম্মদ নাঈম শেখ (বাংলাদেশ) - ৫ ইনিংসে ১৮.২০ গড়ে ৯১ রান।

[৬] সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারী বোলার :
১. জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া) - ৪ ম্যাচে ১০.৬২ গড়ে ৮ উইকেট।
২. নাসুম আহমেদ (বাংলাদেশ) - ৫ ম্যাচে ১১.৫০ গড়ে ৮ উইকেট।
৩. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) - ৫ ম্যাচে ৮.৫৭ গড়ে ৭ উইকেট।
৪. শরিফুল ইসলাম (বাংলাদেশ) - ৪ ম্যাচে ১১.৮৫ গড়ে ৭ উইকেট।
৫. সাকিব আল হাসান (বাংলাদেশ) - ৫ ম্যাচে ১৮,১৪ গড়ে ৭ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়