শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০২:০৫ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মাসেতুর পিলারে ধাক্কা লাগার ঘটনায় বরখাস্ত ২ জন, তদন্ত কমিটি গঠন

সমীরণ রায়: [২] মঙ্গলবার (১০ আগস্ট) বিআইডব্লিউটিএ’র চিফ পার্সোনাল অফিসার মানসুরা আহ্মেদের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মাসেতুর পিলারে ধাক্কা দেওয়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ভারপ্রাপ্ত মাস্টার কর্মকর্তা দেলোয়ারুল ইসলাম এবং হুইল সুকানী আবুল কালাম আজাদকে বরখাস্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিএ)। একইসঙ্গে ওই ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে সংস্থাটি।

[৩] কমিটির অন্যান্য সদস্যরা হলেন-বিআইডব্লিউটিসি ঢাকার জিএম (মেরিন) মুহম্মদ হাসেমুর রহমান চৌধুরী, বিআইডব্লিউটিএর (নৌসংরক্ষণ ও পরিচালন) মো. শাহজাহান, বিআইডবিøউটিসি মাওয়ার এজিএম (ইঞ্জি.) মো. রুবেলুজ্জামান এবং বিআইডব্লিউটিসি মাওয়ার এজিএম (মেরিন) আহম্মদ আলী।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়। এ জলযানে ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত মাস্টার কর্মকর্তা হিসেবে দেলোয়ারুল ইসলাম এবং হুইল সুকানী হিসেবে আবুল কালাম আজাদ কর্মরত ছিলেন। দায়িত্বপূর্ণ কর্মচারী হিসেবে ফেরিটি অত্যন্ত সাবধানতার সঙ্গে পরিচালনা করা তাদের উচিত ছিল। এ ধরনের দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তাদের এহেন কার্যকলাপ অদক্ষতার পরিচয় বহন করে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন। যথাসময়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রজু করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়