শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০২:৪৫ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিভোর্সের পর বিশ্বে পঞ্চম ধনী হলেন বিল গেটস

রাশিদ রিয়াজ : বিশ্বের চতুর্থ ধনী ছিলেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। ডিভোর্স হওয়ার পর স্ত্রী মেলিন্ডার সঙ্গে দেনা পাওনা চুকিয়ে ফেলেছেন তিনি। এতে তার সম্পদের পরিমান কমে দাঁড়িয়েছে ১২৯.৬ বিলিয়ন ডলার। মেলিন্ডার পাওনা শেয়ার বিল গেটস তাকে স্থানান্তর করে দিয়েছেন। এর ফলে বিশ্বের চতুর্থ ধনীর স্থানে উঠে গিয়েছে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং তার সম্পদের পরিমান ১৩০.৩ বিলিয়ন ডলার। ফোর্বস

গত সপ্তাহে মেলিন্ডাকে বিল গেটসের পক্ষে ক্যাসকেড ইনভেস্টমেন্ট ২.৪ বিলিয়ন ডলার স্থানান্তর করেন। এর আগে গত মে মাসে ডিভোর্স ঘোষণার পরপরই মেলিন্ডাকে বিল গেটস আরো ৩.২ বিলিয়ন ডলার দেন। তারা ২৭ বছর সংসার করার পর এ ডিভোর্স হয়। বিশ্বের এত বেশি মূল্যের ডিভোর্স এর আগে ঘটেনি। মেলিন্ডা ১৯৮০ সালে বিল গেটসের মাইক্রোসফটে যোগ দেয়ার পর তাদের মধ্যে প্রথম পরিচয় হয়েছিল। এক টুইট বার্তায় তারা ঘোষণা দেন, আমাদের সম্পর্কটি নিয়ে অনেক চিন্তা ভাবনা ও কাজের পর আমরা আমাদের বিয়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি। বিলিওনেয়ার এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা যৌথভাবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন।

বিয়ে বিচ্ছেদের পরও তারা এ ফাউন্ডেশন আরো কয়েক বছর এক সঙ্গে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেন, ফাউন্ডেশনে আমরা এক সাথে কাজ করে যাবো। কিন্তু জীবনের পরবর্তী ধাপে আমরা একসাথে এগিয়ে যেতে পারবো বলে আমরা আর বিশ্বাস করি না। প্রতিষ্ঠানটি সংক্রামক রোগ ও শিশুদের টিকাদান উৎসাহিত করতে বিলিয়ন ডলার অর্থ ব্যয় করে। বিল গেটস ও মেলিন্ডা বিনিয়োগকারী ওয়ারেন বাফেটস দ্যা গিভিং প্লেজ- উদ্যোগের সঙ্গে জড়িত যার লক্ষ্য হল-ধনীদের সম্পত্তির সিংহভাগ দাতব্য কাজে ব্যয় করা। ফোর্বসের হিসেবে, বিল গেটস যখন বিশ্বের চতুর্থ ধনী, তখন তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ১২৪ বিলিয়ন ডলার। তিনি মূলত এ অর্থের মালিক হয়েছেন বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের মাধ্যমে। ১৯৭০ সালে প্রতিষ্ঠা করা এ কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়