শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০১:১৪ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারো ৯/১১ এর নথি পর্যলোচনা শুরু করবে বাইডেন প্রশাসন

সুমাইয়া ঐশী: [২]ভুক্তভোগীদের চাপে এই ঘটনায় সৌদির সমর্থন সংক্রান্ত গোপন তথ্যও প্রকাশ্যে আসতে পারে। [৩] ৯/১১ এর সরকারি অপ্রকাশিত নথিগুলো আবারো খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিচার বিভাগ। এই ঘটনায় সৌদি আরবের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সে সংক্রান্ত গোপন নথিপত্র আবারো পর্যালোচনার ঘোষণা দেওয়া হয়েছে। বিচার বিভাগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাইডেন প্রশাসনও। এনিয়ে সোমবার একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে হোয়াইট হাউজের পক্ষ থেকে। আল জাজিরা

[৪] ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আল-কায়দার ভয়াবহ হামলার অনেক তথ্য লুকিয়ে গেছে মার্কিন সরকার, বরাবরই এমন দাবি ভুক্তভোগীদের। শনিবার এনিয়ে ঐ ঘটনার ১ হাজার ৭০০জন ভুক্তভোগীর স্বাক্ষরকৃত একটি চিঠি বাইডেন প্রশাসনকে পাঠানো হয়। ফ্রান্স২৪

[৫] ৯/১১ এর ঘটনায় ১৯ জন সন্ত্রাসীর মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক। ভুক্তভোগীদের দাবি ঐ ঘটনা নিয়ে আগে থেকেই জানতো সৌদি সরকার। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পসহ এফবিআই বরাবরই এ সংক্রান্ত তথ্য গোপন করে গেছেন। গত মাসেও এনিয়ে কয়েকজন সৌদি কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী দল। তবে সে তথ্যও প্রকাশ করা হয়নি। বিবিসি

[৬] তাই এবারে এনিয়ে বাইডেনকে শক্ত বার্তা দিয়ে ভুক্তভোগীদের পাঠানো চিঠিতে জানানো হয়, যদি চলতি বছর ৯/১১ ঘটনার ২০ বছর পূর্তির আগে সৌদি আরবের ভূমিকা এবং এনিয়ে গোপন তথ্য প্রকাশ না করা হয়, তবে ২০তম বার্ষিকীর স্মারক অনুষ্ঠানে বাইডেন প্রশাসনের কাউকেই ঢুকতে দেওয়া হবে না। এরপরই এ সংক্রান্ত সরকারি নথিগুলোর পর্যালোচনার ঘোষণা এলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়