শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০৮:৪৬ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম ডোজ নেয়ার পর করোনার আক্রান্ত চিত্রনায়ক সাইমন

হ্যাপি আক্তার: [২] জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। রোববাবর রাতে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাইমন সাদিক নিজেই এ তথ্য জানিয়েছেন। কালের কণ্ঠ, চ্যানেল আই

[৩] পহেলা আগস্ট করোনা প্রতিরোধী টিকার (মর্ডানা) প্রথম ডোজ নিয়েছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। টিকা গ্রহণের পাঁচ দিনের মাথায় জ্বর অনুভব করেন ‘পোড়ামন’ খ্যাত এই নায়ক। তিনদিন জ্বর ও শারীরিক দুর্বলতা থাকার পর করোনা টেস্ট করালে রবিবার রাতে রিপোর্ট পজিটিভ পান। বর্তমানে রাজধানীর নিজ বাসায় সাইমন আইসোলেটেড আছেন সাইমন।

[৪] সাইমনের ঘনিষ্ঠজন ও বন্ধু আবুল কাশেম নিপূন চ্যানেল আই অনলাইনকে জানান, রোববার সকালে করোনা টেস্ট করান সাইমন, সন্ধ্যায় রিপোর্ট পজিটিভ আসে। আগে জ্বর থাকলেও আপাতত তার কোনো জ্বর নেই। তবে শারীরিকভাবে কিছুটা দুর্বল অনুভব করছেন সাইমন। তার বন্ধু নিপূন বলেন, করোনা উপসর্গ দেখা দেয়ার সাথে সাথে পাঁচদিন আগেই আলাদা থাকছেন সাইমন। কিছুটা দুর্বলতা অনুভব করছেন। এছাড়া বেশি সমস্যা নেই।

চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছেন সাইমন সাদিক। তবে আপাতত ভয়ের কোনো কারণ নেই।

[৫] সাইমন সাদিক তার ফেসবুক স্টেটাসে লিখেছেন, ‘আমি করোনা পজিটিভ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ মালিক। আল্লাহ মহান।’ চিত্রনায়ক সাইমন সাদিকের জন্ম ১৯৮৬ সালের ৩০ আগস্ট কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া গ্রামে। বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাদেকুর রহমান। মা উম্মে কুলসুম গৃহিনী।

[৬] তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সাইমন চতুর্থ। স্কুল জীবনে পড়াশোনা করেছেন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে, পরে ঢাকায়। পরিচালক জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে এই নায়কের। ২০১২ সালের দিকে আনন্দমেলা চলচ্চিত্রের প্রযোজনা ও জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘জ্বী হুজুর’ চলচ্চিত্রের নায়ক হিসেবে সাইমনের অভিষেক।

[৭] তারপর থেকে বাজিমাত করেই চলেছেন তিনি। বিশেষ করে জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবি দিয়ে তিনি আলোচনায় আসেন। পাশাপাশি কেয়া ও মৌসুমি হামিদের বিপরীতে ‘ব্ল্যাকমানি’ ছবিতেও অভিনয় করে প্রশংসিত হন তিনি।

[৮] তার মুক্তিপ্রাপ্ত অন্যান্য ছবির মধ্যে রয়েছে ‘তোমার কাছে ঋণী’, ‘তুই শুধু আমার’, ‘স্বপ্ন ছোঁয়া’, ‘পুড়ে যায় মন’,‘মায়াবিনী’, ‘জান্নাত’সহ বেশ কিছু। ‘জান্নাত’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সাইমন সাদিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়