শিরোনাম

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৮:১৪ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা

মাহবুবুর রহমান: [২] শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ২৯টি যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে আসার পথে এ ঘটনা ঘটে।

[৩] ফেরি শাহ জালালের চালক আব্দুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এতে কেউ আহত হননি।

[৪] ফেরি শাহ জালালের চালক আব্দুর রহমান বলেন, কাটআউট কেটে গিয়ে ফেরির ইলেকট্রিক সিস্টেম ফেইল করার পর ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরির কিছুটা ক্ষতি হয়, আর পিলারের ওয়াটার লেভেলের ওপরে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি।

[৫] তিনি আরও জানান, যান ও যাত্রী নিয়ে নিরাপদেই শিমুলিয়া ঘাটে ফেরিটি আনলোড করা হয়। এখন ফেরিটি মেরামতের জন্য ডকইয়ার্ডে নেওয়া হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়