শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৮:০১ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাবা-মার কবরে শ্মশানের মাটি, কাঁদলেন শামীম ওসমান

জেরিন আহমেদ: [২] নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের বাবা-মায়ের কবর মুছে ফেলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ফতুল্লার মাসদাইর কবরস্থানে শামীম ওসমানের বাবা এ কে এম সামসুজ্জোহা, মা নাগিনা জোহা, বড় ভাই নাসিম ওসমান, দাদী আমিরুন নেচ্ছা বেগম ও আয়ানাবুন নেচ্ছা বেগমসহ অন্যান্য স্বজনদের কবর পার্শ্ববতী শ্মশানের মাটি দিয়ে ভরাট করে ফেলেছে।

[৩] সোমবার বিকেলে এ অভিযোগ তোলেন সংসদ সদস্য শামীম ওসমান।

[৪] মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থানের পাশে রয়েছে কেন্দ্রীয় শ্মশান। এটা সংস্কার করছে সিটি করপোরেশন। স্বজনদের কবর মুছে ফেলার চেষ্টার খবর পেয়ে সোমবার মাসদাইর কবরস্থানে ছুটে আসেন শামীম ওসমান। এসময় তিনি বলেন, আমার বাবা-মা মারা যাওয়ার পর যে পরিমাণ কষ্ট পেয়েছি তার চাইতে এখন যে ঘটনা এখন ঘটেছে তার জন্য কষ্ট কোনো অংশ কম নয়। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

[৫] তিনি অভিযোগ করেন, ‘আমার বাবা, মা, ভাই, দাদীসহ অন্যান্য স্বজনদের কবর পার্শ্ববর্তী শ্মশানের মাটি দিয়ে ভরাট করে দেয়া হয়েছে।’ কোনো মানুষ এমন কাজ করতে পারে না। এটা ইবলিশ শয়তানের পক্ষেই কেবল সম্ভব। ইবলিশ ওরফে শয়তান মানুষের ভেতরে প্রবেশে করে এমন জঘন্য কাজ করিয়েছে।

[৬] শামীম ওসমান অভিযোগ করেন, এ ঘটনার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে। সন্তান হিসেবে আমি ব্যর্থ, বাবা-মায়ের কবরের হেফাজত করতে পারিনি। এ ঘটনার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের কবরের অবমানননা করা হয়েছে এমন অভিযোগ তার। ইউএনবি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়