শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন

শরীফ শাওন: [২] বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যদের বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক নানা ধরনের অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত প্রতিবেদন ১৬ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

[৩] তদন্ত কমিটির আহ্বায়ক ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে, প্রথমে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করবো। পরবর্তীতে সংশ্লিষ্টদের সাক্ষাৎকার নেওয়া হবে।

[৪] অভিযোগে বলা হয়, বিশ্ববিদ্যালয়টির তহবিল থেকে বিওটি সদস্যদের অর্থ ব্যয়ে অনিয়ম রয়েছে। শিক্ষার্থীদের টিউশন ফি’র টাকায় একেকজন ট্রাস্টি প্রায় তিন কোটি টাকার বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি কিনে ব্যবহার করছেন। নিজেদের তৈরি করা বিভিন্ন অপ্রয়োজনীয় সভা ডেকে বড় অংকের সিটিং অ্যালাউন্স নিচ্ছেন ট্রাস্টিরা। নির্দিষ্ট মেয়াটে একেকজন সদস্য এ বাবদ ১ লাখ এবং পরবর্তীতে নিয়েছেন ৫০ হাজার টাকা পর্যন্ত। নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে কেটাকাটায় অনিয়ম। আত্মীয়দের নামমাত্র নিয়োগ দিয়ে বেতন ভাতা বাবদ লাখ লাখ টাকা আত্মসাত। এছাড়াও দরিদ্র কোটায় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেও বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।

[৫] ইউজিসির পরিচালক মো. ওমর ফারুককে তদন্ত কমিটির সদস্য সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলমকে সদস্য করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়