শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির আবেদন শুরু হতে পারে সেপ্টেম্বরে

শরীফ শাওন: [২] বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তির জন্য চলতি অর্থবছর শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ২০০ কোটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

[৩] মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, চলতি অর্থবছরের মধ্যে নতুন বরাদ্দকৃত এই বাজেট দিয়েই দ্রুত এমপিওভুক্তির কার্যক্রম শুরু করতে চাই। নিয়োগে স্বচ্ছতা আনতে এমপিওভুক্তি সংক্রান্ত নীতিমালা সংশোধন করা হয়েছে। এই বিভাগে আবেদনের জন্য সফটওয়্যার তৈরির কাজও শেষ হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী সফটওয়্যারের ট্রায়াল কার্যক্রম চলছে।

[৪] কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্র জানায়, সফটওয়্যার তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, শেষ হলেই সেপ্টেম্বর মাস থেকে নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের আবেদন নেয়ার কাজ শুরু করতে চায় মন্ত্রনালয়।

[৫] এর আগে ২০১৮ সালে এমপিওভুক্তির জন্য ৯ হাজার ৪৯৫টি প্রতিষ্ঠান আবেদন করলে ২০১৯ সালের ২৩ অক্টোবর ২ হাজার ৭৩০ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তবে নিয়োগে ত্রুটি থাকায় ২ হাজার ৬১৫ টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়