শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৫:১১ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ ম্যাচের ওপেনিং জুটিতে আসছে পরিবর্তন, সৌম্যের পরিবর্তে থেলবেন মেহেদী হাসান

মাহিন সরকার : [২] চারটি টি-টেয়েন্টি ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। শুরুতেই তার বিদায়ে চাপে পড়েছেন বাংলাদেশ দল। চার ইনিংস মিলিয়ে এ বামহাতি ব্যাটসম্যানের সংগ্রহ ১২ রান। সিরিজের শেষ টি-টেয়েন্টি ম্যাচে ওপেনিংয়ে তার পরিবর্তে দেখা যাবে মেহেদী হাসানকে।

[৩] বাংলাদেশ প্রিমিয়ার লিগে ওপেনিং করতে দেখা গিয়েছে মেহেদী হাসানকে। তবে আন্তর্জাতিক টি-টেয়েন্টি তে প্রথমবারের মতো ওপেনিং করতে যাচ্ছেন তিনি। এর আগে দুইটি ম্যাচ তিন নম্বরে খেলেছেন তিনি। একটি পাকিস্তানের বিপক্ষে এবং অপরটি জিম্বাবুয়ের বিপক্ষে

[৪] চলতি সিরিজের চার ইনিংসে তিনটিতে আট নম্বরে এবং তিন নম্বরে ব্যাট করেছেন মেহেদী। তিনে নেমে ২৪ বলে ২৩ রান করেন তিনি। তবে সর্বশেষ ম্যাচে বেশ কার্যকরী ইনিংস খেলে বাংলাদেশ। দল যখন ধুঁকছিল তখন ব্যাটিংয়ে নেমে ১৬ বলে ২৩ রান করেন মেহেদী। সেই ইনিংসের সুবাদে শতরানের চৌকাঠ পার করে বাংলাদেশ।

[৫] মেহেদী হাসান ওপেনিং করলেও একাদশে পরিবর্তন আনা হবে কিনা তা জানা যায়নি। পরিবর্তন না আনা হলে চারে ব্যাট করতে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। এ বছর নিউজিল্যান্ড সফরে তিন নম্বরে ব্যাটিং করেছিলেন সৌম্য।

ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। পঞ্চম ম্যাচ তাই শুধুই নিয়মরক্ষার। সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়