মাহিন সরকার: [২] মিরপুরের কন্ডিশনে স্পিনাররাই ম্যাচের ভাগ্য গড়ে দিবেন, পেসারদের ভূমিকা থাকবে একাদশের কোটা পুরণের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর এমনটাই ভেবেছিলেন সবাই, তবে সব ধারণা পাল্টে দিয়েছে টাইগারদের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
[৩] স্পিনের বিপক্ষে ঐতিহ্যগত ভাবেই দুর্বল অস্ট্রেলিয়ানরা, বিশেষ করে তারুণ্য নির্ভর অজিদের সাকিব-নাসুমদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে সেটা প্রত্যাশিতই ছিল। স্পিনাররা ঠিকই পরীক্ষা নিয়েছে অস্ট্রেলিয়ানদের, তবে বাংলাদেশের ইতিহাস গড়ে সিরিজ জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা ছিল দুই পেসারেরই। মন্থর উইকেটে মুস্তাফিজুর রহমানের সাফল্য স্বাভাবিক হিসেবে দেখলেও শরিফুলের উন্নতি চোখে পড়ার মতোই, উইকেটের সাথে মিশে গিয়ে দারুণ বৈচিত্র্যময় বোলিংয়ে পেসের বিপক্ষে সিদ্ধহস্ত অজিদেরও কঠিন পরীক্ষা নিয়েছেন টাইগারদের বাঁহাতি এই পেসার। সিরিজে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে নিয়েছেন ৭ উইকেট, আজ সোমবার ৯ আগস্ট সুযোগ থাকছে উইকেট সংখ্যা বাড়িয়ে নেওয়ারও।
[৪] অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পেয়ে ভেসে যাচ্ছেন না শরিফুল, বরং নিজের বোলিং বৈচিত্র্য বাড়াতে যোগ করছেন নতুন অস্ত্রও। সতীর্থ পেসার মুস্তাফিজুর রহমানের কাছ থেকে কাটার শিখছেন শরিফুল, আপাতত অনুশীলনেই সীমাবদ্ধ রেখেছেন কাটার ডেলিভারিটা।
[৫] পঞ্চম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে এক ভিডিও বার্তায় শরিফুল ইসলাম বলেন, মুস্তাফিজ ভাইয়ের কাছে আমি তার মতো কাটারটা শেখার চেষ্টা করছি। আমি এখনো চেষ্টা করছি অনুশীলনে, কিন্তু ম্যাচে এখনো এটা চেষ্টা করিনি। ওনার কাটারের পদ্ধতিটা একেবারেই ভিন্ন ধরনের, আমি শিখছি।
[৬] শরিফুল আরও বলেন, উনি (মুস্তাফিজুর রহমান) বলেন যে মিরপুরে ডানহাতি ব্যাটারদের জন্য কাটারটা খুবই বিপজ্জনক। কারণ হালকা থেমে একটু টার্ন করে স্পিনারদের মতো। উনি এটাও বলেছেন যে কাটারটা যাতে বেশি বেশি ব্যবহার করতে পারি।