শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৩:০৬ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ড সিরিজে ব্যাটিং কোচের দায়িত্বে ফিরছেন অ্যাশওয়েল প্রিন্স

মাহিন সরকার : [২] এক সিরিজ বিরতির পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে ফিরছেন অ্যাশওয়েল প্রিন্স। এবার দীর্ঘমেয়াদে কাজ করার প্রস্তুতি নিয়েই বাংলাদেশে আসছেন তিনি।

[৩] জিম্বাবুয়ে সফরের আগে প্রিন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নিয়োগপ্রাপ্তির সময় প্রিন্সের অ্যাসাইনমেন্ট ছিল শুধুই জিম্বাবুয়ে সফর। জিম্বাবুয়ের মাটিতে টাইগাররা তিন ফরম্যাটে ভালো করেছে, প্রিন্সও তার কাজ দিয়ে সন্তুষ্ট করেছেন বোর্ডের নীতিনির্ধারকদের। তাই তাকে অন্তত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচের পদে বহাল রাখার সিদ্ধান্ত হয়।

[৪] তবে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে প্রিন্স তার পুরনো দায়িত্ব পুরোপুরি শেষ করে আসার সুযোগ চান। তাই দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ছুটতে হয় তাকে। ফলস্বরূপ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সিরিজে অনুপস্থিত ছিলেন প্রিন্স।

[৫] তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, নিউজিল্যান্ড সিরিজ থেকেই প্রিন্স আবারও কাজ শুরু করবেন। প্রায় সব সম্পন্ন হয়ে গেছে। ইনশাআল্লাহ্ নিউজিল্যান্ড সিরিজে আমাদের সাথে থাকবে।

[৬] ৪৪ বছর বয়সী এই কোচ দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ৬৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ১১টি শতক ও ১১টি অর্ধশতক এবং ওয়ানডেতে ৩টি অর্ধশতক আছে তার। লেভেল ‘৩’ ডিগ্রিধারী এই কোচের আছে কয়েক বছর ধরে কোচিং করানোর অভিজ্ঞতা।

[৭] স্বল্প সময় কাজ করা জন লুইসের পর ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে ছিলেন বেশ কয়েকজন কোচ, ছিলেন সাবেক প্রধান কোচ জেমি সিডন্সের মত হেভিওয়েটরাও। তবে সবাইকে টপকে প্রিন্সই বসেন টাইগারদের ব্যাটিং কোচের আসনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়