শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০১:০১ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকা দেওয়ার কথা বলে ডেকে গৃহবধূর শরীরে আগুন, হাসপাতালে মৃত্যু

ডেস্ক নিউজ: নরসিংদীর রায়পুরায় সাবেক শ্বশুরবাড়ির লোকদের দেওয়া আগুনে পারভীন আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (০৯ আগস্ট) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই আকরাম হোসেন। পারভীন আক্তার (৩০) রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের সোবহানপুর গ্রামের দানা মিয়ার মেয়ে।

এর আগে শনিবার (০৭ আগস্ট) টিকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে সাবেক শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে।

পরিবার সূত্রে জানা যায়, পারভীন আক্তার (৩০) রায়পুরার মরজাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার প্রবাসী জাকির হোসেনের সাবেক স্ত্রী। আট মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। জাকির হোসেন ও পারভীন আক্তার দম্পতির ১০ বছর এক কন্যা সন্তান রয়েছে। মেয়েকে নিয়ে পারভীন তার বাবার বাড়িতে থাকতেন। শনিবার দুপুরে টিকা দেওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নেন সাবেক শ্বশুরবাড়ির লোকজন।

সন্ধ্যার পর দেবরসহ চারজন তার মুখ বেঁধে লোচনপুর এলাকার একটি নির্জন বাঁশঝাড়ের নিচে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন চিৎকার শুনে আগুন নেভানোর পর তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) দেব দুলাল দে বলেন, আগুনে দগ্ধ পারভীন মারা গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। আলী হোসেন ও শাহরিয়ার নামে দুজনকে আটক আছে। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়