শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০২:৪১ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে ইউপি নির্বাচনে কোন ধরণের সহিংসতা সহ্য করা হবে না, এমপি নজিবুল বশর

ওমর ফয়সাল:[২] ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি বলেছেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ফটিকছড়ির কোন কোন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই- ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরণের সহিংসতা সহ্য করা হবে না। তিনি আরো বলেন, ফটিকছড়ির বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন ও পাহাড়কাটার খবর পাওয়া যাচ্ছে। এসব যেকোন মূল্যে বন্ধ করতে হবে। অবৈধ এসব কর্মকাণ্ড বন্ধে এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে কড়া নির্দেশ দেন এমপি নজিবুল বশর।

[৩] তিনি রবিবার (৮ আগস্ট) দুপুরে ফটিকছড়ি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। এ সময় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে জাতিসংঘের অন্যায় আবদার প্রত্যাখ্যান করায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন ১৪ দলীয় জোটের এ নেতা।

[৪] ইউএনও মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস-চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাবিল চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) এসএম আলমগীর, ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম, ভূজপুর থানার ওসি আছহাব উদ্দীন, পৌর মেয়র ইসমাইল হোসেন, এসএম সিরাজদ্দৌল্লাহ, ইউপি চেয়ারম্যান এসএম সোলায়মান বি.কম, আবদুল কাইয়ুম, জানে আলম, ইকবাল হোসেন চৌধুরী, রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন, শোয়েব আল সালেহীন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী প্রমুখ।

[৫] এর পূর্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থ ও গরীব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন সংসদ সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়