শিরোনাম

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২১, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোমবার ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হবে আদিবাসী দিবস

শাহীন খন্দকার: [২] আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রুং আরও বলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২১ প্রতিবছর অনেক স্বপ্ন ও আশা নিয়ে আমরা জাতীয়ভাবে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উদ্যাপন করি। মনে বড় আশা জাগে, প্রিয় জন্মভূমি একদিন পাহাড়-সমতলের প্রান্তিক জাতিসত্তার সব নাগরিকের প্রতি শ্রদ্ধাশীল, মানবিক ও সংবেদনশীল হয়ে উঠবে। রাষ্ট্র হবে ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক, কেউ অধিকার ও উন্নয়ন ধারা থেকে বাদ পড়বে না।

[৩] তিনি বলেন, এবারের দিবসটি জাতিসংঘ ঘোষিত ২৬তম আদিবাসী দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৯৪ সালে রেজুলেশন ৪৯/২১৪ গ্রহণ করে ৯ আগস্টকে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ হিসেবে ঘোষণা করে এবং দিবসটি পালনের জন্য সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানায়। ‘কাউকে পেছনে ফেলে রাখা নয়’ স্লোগান নিয়ে জাতিসংঘ যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-২০৩০ গ্রহণ করেছে, সেখানে আদিবাসীদের কথা বিশেষভাবে বলা হয়েছে।

[৪] বিশ্বের ৯০টি দেশের প্রায় ৪০ কোটির অধিক আদিবাসীর মতো বাংলাদেশে বসবাসকারী ৩০ লাখেরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ এবারো জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উদযাপন করবে। জানা গেছে, জাতিসংঘ ঘোষিত ২০১৬ সালের আদিবাসী দিবসের প্রতিপাদ্য বিষয় ‘আদিবাসীদের শিক্ষার অধিকার’। তবে বাংলাদেশ আদিবাসী ফোরাম এ বছরের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করেছে ‘আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার’।

[৫] ‘আদিবাসী ফোরাম’ জানায়, আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আদিবাসী ফোরাম ভার্চুয়াল এর মাধ্যমে ২০২১ সালের আদিবাসী দিবসের বিভিন্ন আয়োজনের আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে সকাল ১০.৩০ বাংলাদেশ আদিবাসী ফোরামের ফেসবুক পেইজ থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়