সুমাইয়া ঐশী: [২] ওর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স ওআইসি এবং ইন্ডিপেন্ডেন্ট পারমানেন্ট হিউম্যান রাইটস কমিশন আইপিএইচআরসি এর ১২ জন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল শনিবার লাইন অব কন্ট্রোল পরিদর্শন করেছেন। বিশেষ করে আসাদ জম্মু-কাশ্মীর সংলগ্ন এলওসি পরিদর্শন করে সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই প্রতিনিধি দল। ডন
[৩] সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের মানবতা লঙ্ঘন, মুসলিমদের প্রতি অমানবিকতা এবং আন্তর্জাতিক আইন অমান্যের অভিযোগ এনে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে একটি চিঠি পাঠান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এর কয়েকদিন পরই পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর পরিদর্শনে এলো ওআইসি এবং আইপিএইচআরসি।
[৪] পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, আজাদ জম্মু-কাশ্মীর সংলগ্ন এলওসি পরিদর্শন করে পাকিস্তানের নেওয়া নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছে এই প্রতিনিধি দল। এসময় সহিংসতার শিকার বেশ কয়েকজন স্থানীয় এবং গ্রাম প্রতিরক্ষা কমিটিসহ বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন তারা।
[৫] পর্যবেক্ষণ শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, কাশ্মীর ইস্যুটি বর্তমানে আরো জটিল হয়ে উঠেছে। এনিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা খুব জরুরি।