শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোশাক রপ্তানি খাত পুনরুদ্ধারে গবেষণা করছে বায়লা

শরীফ শাওন: [২] বাংলাদেশ অ্যাপারেল ইয়াং লিডার্স অ্যাসোসিয়েশন জানায়, দেশের মোট রপ্তানির ৮৩ শতাংশের বেশি রপ্তানি হয় তৈরী পোশাক পণ্য। তবে করোনার কারণে আরএমজি শিল্পটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পোশাক রপ্তানিতে ইতোমধ্যে ভিয়েতনাম বাংলাদেশকে সরিয়ে দ্বিতীয় স্থান করে নিয়েছে।

[৩] রোববার ‘আরএমজি’র সাথে জড়িত সকল কর্মচারীদের জীবিকা পুনরুজ্জীবিত করতে হবে’ সেশনে বিষয়টি জানানো হয়। এছাড়াও শিল্পকে উন্নত ও শক্তিশালী করতে ‘রোড টু রিকভারি’ গবেষণা কর্মসূচি শুরু করেছে এবং এ বিষয়ে শ্বেতপত্র প্রকাশের আশ্বাস দিয়েছে। বায়লা কর্তৃপক্ষ জানায়, একাধিক ফোকাস গ্রুপ সেশন, ইন্টারভিউ এবং ২৫০ টি পোশাক শিল্পের সার্ভে নিয়ে গবেষণাটি সাজানো হয়েছে।

[৪] এনভয় গ্রুপ ও বিজিএমইএ-এর পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী বলেন, আরএমজি সেক্টরটি আন্তর্জাতিক, যেখানে বিভিন্ন দেশ কারখানা খোলা রেখেছে সেখানে আমাদের দেশের অর্থনীতির কথা চিন্তা করলে লকডাউন কোন পূর্ণাঙ্গ সমাধান নয়। ভিয়েতনাম লকডাউনের বদলে স্বাস্থ্যবিধি এবং ভ্যাক্সিন নিশ্চিত করার মাধ্যমে উন্নতি সাধন করেছে। আমাদেরকেও একই পন্থা অবলম্বন করতে হবে।

[৫] বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের সচেতনতা বাড়াতে কারখানাগুলোতে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে জানান, ফতুল্লা অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএ-এর পরিচালক ফজলে শামীম এহসান। তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী গাইডলাইন করা উচিত।

[৬] সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, বিজেএমইএ এবং বিকেএমইএ এর অসাধারণ টিম আমরা আমাদের পাশে পেয়েছি। যা আমাদের ইন্ডাস্ট্রিকে আরও দৃঢ় করে গড়ে তুলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়