আফরোজা সরকার: [২] রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহারায় চিকিৎসাধীন মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া আব্দুল গণি উপজেলার বারবিঘা মোস্তফাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
[৩] রোববার (৮ আগস্ট) সকালে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
[৪] পুলিশ জানায়, শনিবার রাতে আব্দুল গণিকে উপজেলার লোহানিপাড়া এলাকা থেকে হেরোইনসহ গ্রেফতার করা হয়। রবিবার সকালে গণি পেট ব্যথার কথা জানালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে হাতকড়া নিয়ে পালিয়ে যান।
[৫] ওসি হাবিবুর রহমান ঘটনার কথা শিকার করে বলেন, আসামী আব্দুল গণিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ