শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২১, ০৬:২৬ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে করোনায় মৃত্যু ৪'শ ছাড়ল, আক্রান্ত ১৯ হাজার

হারুন-অর-রশীদ: করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের ১১ জন করোনায় ও ৮ জন উপসর্গ নিয়ে মারা যান। এ নিয়ে এ পর্যন্ত জেলায় মোট করোনায় মারা গেছেন ৪৩৫ জন।

একই সময়ে আরও ১৬৪ নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৭৪ জনের। নমুনার বিপরীতে শনাক্তের হার ৪৫ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৯৮৮ জনের।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে রোববার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করে। ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত ১৯ জনের মধ্যে ফরিদপুরের ৯, রাজবাড়ীর ৪, মাদারীপুরে ৩, মাগুরার ১, গোপালগঞ্জ ১ এবং শরীয়তপুরের ১ জন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা: সিদ্দিকুর রহমান বলেন, ফরিদপুর পিসিআর ল্যাবে শনাক্ত ৭১ জনের মধ্যে আলফাডাঙ্গায় ১, ভাঙ্গায় ৬, নগরকান্দায় ১, মধুখালীতে ৮, সদরপুরে ৯, সালথায় ২ এবং ফরিদপুর সদরে ৪৪ জন রয়েছেন। বাকি ৩ জন শনাক্ত হয়েছেন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।

জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে রোববার সকাল পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৩০৫ জন।

এরমধ্যে করোনা শনাক্ত রোগী ২১৯ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫১ জন। সুস্থ হয়েছেন ৪০ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৩৫ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়