শিরোনাম
◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২১, ০২:১৯ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রেকর্ড সংখ্যক মানুষের টিকা গ্রহণ, সম্প্রসারিত ও নিয়মিত কর্মসূচি মিলিয়ে ৩০ লাখের বেশি

শিমুল মাহমুদ: [২] করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত সম্প্রসারিত কর্মসূচির প্রথম দিনে শনিবার রেকর্ড সংখ্যক মানুষ টিকা নিয়েছেন। গ্রাম, ছোট শহর ও মহানগরের অনেক কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। কর্মসূচির দ্বিতীয় দিনেও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিতে দে;খা গেছে।

[৩] স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান শনিবার (৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে গণমাধ্যমকে জানান, প্রথমদিনে ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন করোনাভাইরাস প্রতিষেধক টিকাগ্রহণ করেছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জন। আর দ্বিতীয় ডোজগ্রহণকারীর সংখ্যা ৫৩ হাজার ৭৯৮ জন।

[৪] প্রথম ডোজ নেয়াদের মধ্যে পুরুষ ১৫ লাখ ১৪ হাজার ৯৩৬ জন ও নারী ১২ লাখ ৬৮ হাজার ২৩৬ জন। এ নিয়ে দেশে প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৩০ লাখ ৭২ হাজার ৯৬৯ জন।

[৫] একই দিনে দ্বিতীয় ডোজ নেয়াদের মধ্যে ৩৩ হাজার ২৩৭ জন ও নারী ২০ হাজার ৫৬১ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪ লাখ ৯৭ হাজার ৩১৫ জন।

[৬] তবে এ হিসাবে গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও সিলেট জেলার তথ্য নেই। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব জেলার টিকাদানের হিসাবে নারী-পুরুষ আলাদাভাবে উল্লেখ করা হয়নি। তাই তাদের প্রতিবেদনে এই জেলাগুলোর তথ্য যুক্ত করা হয়নি। তবে এসব জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রথম আলোর প্রতিনিধিদের সংগ্রহ করা তথ্য যোগ করলে দেখা দেখা, শনিবার স¤প্রসারিত ও নিয়মিত কর্মসূচি মিলিয়ে ৩০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়