শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২১, ০১:২৮ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ০১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিআরবি রক্ষা আন্দোলনে কাজ করবে আইআইবি

কামাল পারভেজ : [২] সিআরবি রক্ষার বিষয় জানিয়ে নাগরিক সমাজ চট্টগ্রামের আহ্বায়ক প্রফেসর ড. অনুপম সেন সদস্য সচিব অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী (বাবুল) স্বাক্ষরিত চিঠি ৬ অক্টোবর মেইল করেছেন রেলমন্ত্রী বরাবর।

[৩] এদিকে বিগত ২৪ দিন ধরে চট্টগ্রাম সিআরবি সাতরাস্তা মোড়ে সিআরবি রক্ষা আন্দোলন চলছে। বিভিন্ন সংগঠন প্রতিদিনই মানববন্ধন, মিছিল মিটিং, অনশন করে যাচ্ছে। এমনকি কাফনের সাদা কাপড় জড়িয়ে লাশের সমাহিত ভাবেও প্রতিবাদ করে যাচ্ছে। এখানে হাসপাতাল নয় ফুসফুসকে বাঁচাতে হবে।

[৪] ঠিক একই ভাবে সম্মতি প্রকাশ করে যৌথ সভায় বসলেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ চট্টগ্রাম (আইআইবি)। শনিবার নাগরিক সমাজ চট্টগ্রামের সঙ্গে যৌথ সভা আহ্বায়ক প্রফেসর ড. অনুপম সেন বলেন, চট্টগ্রামে আর খেলার মাঠ নেই, বিনোদনের জায়গা নেই, নিঃশ্বাস নেবো যে সেই অক্সিজেন আর নেই। কালের বিবর্তনে সব ইট-পাথরের বড় বড় প্রাচ্যর দেয়াল তৈরি হয়ে গেছে। এই দেয়াল থেকে বেরিয়ে আসতে হবে।

[৫] নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী (বাবুল) বলেন, দলমত উর্ধ্বে সিআরবিকে বাঁচাতে হবে। আপামর চট্টগ্রামবাসী কখনোই তা মেনে নিবেনা। হাসপাতাল চাই তবে সিআরবিতে নয় শহরের অন্য কোনো [৬] আইআইবি চেয়ারম্যান প্রবির সেন বলেন, সিআরবি হচ্ছে চট্টগ্রামের ইতিহাস এবং হেরিটেজ জোন এটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না। আমাদের প্রকৌশলী সংগঠন নাগরিক সমাজ চট্টগ্রামের সঙ্গে আছে এবং থাকবে।

[৭] যৌথ মতবিনিময়ে বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের কো-আহ্বায়ক ডা. সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, একুশে পদক প্রাপ্ত ইকবাল হায়দার, মো. মফিজুর রহমান, প্রকৌশলী হারুন-অর-রশিদ, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী শাহিদ উল্লাহ, অ্যাড. জিয়া উদ্দিন, সাইফুল ইসলাম বাবুসহ আরো অনেকে।

[৮] মতবিনিময় সময় প্রথমে চবির শিক্ষক মরহুম প্রফেসর ড. গাজী সালাউদ্দিনের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়