শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২১, ১২:৫১ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানবিক ও বন্ধু হিসেবে পরিচিতি পেয়েছে এএসপি রেজাউল হক

সিরাজুল ইসলাম: [২] মানিকগঞ্জ জেলার সিংগাইর ও হরিরামপুর থানার এএসপি (সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ রেজাউল হক। তিনি যোগদানের পর থেকেই এলাকার মানুষের কাছে পুলিশের বড় অফিসার নয় বরং বন্ধু হিসেবে পরিচিতি পেয়েছেন।

[৩] বিপদে-আপদে পুলিশি সেবা দিয়ে সাধারণ মানুষের মন জয় করেছেন। জেলার মধ্যে অপরাধপ্রবণ ও ব্যস্ততম থানা সিংগাইরের বেশ কিছু চাঞ্চল্যকর মামলার মোটিভ উদঘাটনসহ বিরোধপূর্ণ ঝামেলাগুলো দিয়েছেন সুষ্ঠু সমাধান। সেই সঙ্গে অনেক দুস্থ ও অসহায়দের করেছেন আর্থিক সহায়তা। মহামারী করোনাকালে মাস্ক বিতরণসহ গণসচেতনতা উদ্বুদ্ধকরণে থানা এলাকার জনগুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি প্রত্যন্ত পল্লী চষে বেড়ান তিনি। এতে মানুষের কাছে মানবিক পুলিশ হিসেবে অর্জন করেছেন খ্যাতি।

[৪] জেলার সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ রোজাউল হক চলতি বছরের ৪ ফেব্রুয়ারি এ সার্কেল অফিসে যোগদান করেন। তিনি ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ন হয়ে এপিবিএন-৫ এ যোগদান করেন। পরে তিনি এ্যাভিয়েশন সিকিউরিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকায় দায়িত্ব পালন করেন।

[৫] এএসপি রেজাউল হক ১৯৯৮ সালে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিনোদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০০ সালে বিনোদপুর কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০০-২০০১ সেশনে ইংরেজীতে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। তার জন্মস্থান চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর গ্রামে। তিনি ওই গ্রামের আফতাব উদ্দিন ও মোসাঃ সুফিয়া বেগমের পুত্র।

[৬] এএসপি মোহাঃ রেজাউল হক বলেন, আমি এ কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা ভিপি মিরু মার্ডার মামলার মোটিভ উদঘাটনসহ প্রায় সকল আসাশি গ্রেপ্তার, চাড়াভাঙ্গা চকে ভুট্টা ক্ষেতে অজ্ঞাত লাশের পরিচয় উদঘাটন, খুনের রহস্য উম্মোচনসহ প্রধান আসামি গ্রেপ্তার, চর-উলাইল চকে সোহান হত্যা মামলার সবগুলো আসামি গ্রেপ্তার করে আলামত জব্দসহ চার্জশীট প্রদান করা হয়েছে।

[৭] তিনি আরো বলেন, আমি এ সার্কেলে দায়িত্ব পালনকালে থানায় মিথ্যা মামলা যাতে না হয়, সে দিকে দৃষ্টি দেয়া। আমার কর্ম এলাকা সিংগাইর ও হরিরামপুর থানাকে দালালমুক্ত করা। ভূক্তভোগী মানুষের সমস্যা সমাধানে তড়িৎ ব্যবস্থা গ্রহণ এবং প্রত্যেক ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মিলেমিশে কাজ করে বিট পুলিশিং কার্যক্রমকে জোরদার করার পরিকল্পনা নিয়ে কাজ করছি। এতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়