শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২১, ০৬:১৫ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলন্ত গাড়িতে একে-৪৭ হাতে মহড়া দেওয়া তরুণীকে খুঁজছে পুলিশ

নিউজ ডেস্ক: ব্যস্ত রাস্তায় চলছে একটি বিলাসবহুল ক্যাডিলাক গাড়ি। চলন্ত গাড়ির জানালা দিয়ে শরীরের অর্ধেক বের করে হাতে একে-৪৭ রাইফেল ধরে আছেন এক তরুণী। সাধারণত সিনেমাতে এমন দৃশ্য দেখা যায়। তবে সিনেমা নয় বাস্তবেই যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি রাস্তায় এই ঘটনা ঘটেছে। যুগান্তর

সান ফ্রান্সিসকো পুলিশ টুইটারে ছবি পোস্ট করার পর ওই ঘটনার সামনে আসে। তবে কীভাবে ওই ছবি পুলিশের কাছে গেল তা পোস্টে জানায়নি পুলিশ।

এদিকে, পুলিশ ছবির ওই ক্যাডিলাক খুঁজে পেয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জনসম্মুখে অস্ত্র প্রদর্শনের জন্য ওই তরুণীসহ ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

কেন ওই তরুণী ব্যস্ত রাস্তায় এভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে সান ফ্রান্সিসকো পুলিশ।

গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে সান ফ্রান্সিসকোতে বন্দুক হামলার ঘটনা বেড়ে গেছে।

ফক্স নিউজের প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত সেখানে ১১৯টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গত বছরের প্রথম ছয় মাসে সান ফ্রান্সিসকোতে ৫৮টি বন্দুক হামলার ঘটনা ঘটেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়