শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২১, ০৫:৪১ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা যুদ্ধে জয়ী হতে সকলকে সচেতন হতে হবে: সিএমপি কমিশনার

রাজু চৌধুরী: [২] বৈশ্বিক মহামারী কোভিড-১৯ সচেতনতায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ'র (সিএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

[৩] শনিবার (৭ আগস্ট) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর সকাল ১১টায় নগরীর জিইসি মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথচারীদের মাঝে মাস্ক পরিয়ে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোঃ আলী হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মোখলেছুর রহমান, তারেক আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোঃ রইছ উদ্দিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) রাশেদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) ছত্রধর ত্রিপুরা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) মোঃ শামীম কবির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) আরাফাতুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোঃ সবির উদ্দিন, টি.আই (প্রশাসন-উত্তর) সৈয়দ মোঃ জাহাঙ্গীর, টি.আই (প্রশাসন-দক্ষিণ) মোঃ মহিউদ্দিন খান, টি.আই (এমটি) সুমন জাহিদ নোভেল, ট্রাফিক (প্রসিকিউশন-উত্তর) মোঃ আরাফাত আহম্মেদ প্রমূখ।

[৪] মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধনকালে সিএমপি সালেহ মোহাম্মদ তানভীর বলেন, করোনা থেকে জাতিকে রক্ষায় সরকারের পক্ষ থেকে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাস্ক পরিধানসহ শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সর্বস্তরের মানুষকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচী গ্রহন করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ ৮টি পয়েন্টে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে প্রতিদিন পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা সকলে সচেতন হলে করোনা যুদ্ধে জয়ী হবো। সিএমপি কমিশনার আরও বলেন, সরকারী বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে গণ পরিবহন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় অতি জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে বলেন,

[৫] সরকারী নির্দেশ অমান্য করে গণপরিবহন চলাচল করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়