শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২১, ০৫:৩০ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক কারবারি আহত, অস্ত্রসহ ইয়াবা উদ্ধার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলিতে মীর কাশেম (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

[৩] ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

[৪] শনিবার দুপুর হোয়াইক্যং ইউপি লম্বাবিল ঘোনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৫] গুলিবিদ্ধ সেই একই ইউপি লম্বাবিল ঘোনাপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

[৬] এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব ১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হোয়াইক্যং লম্বাবিল ঘোনারপাড়াগামী রাস্তা কালর্বাতের উপর মাদক কারবারিরা ইয়াবা ক্রয় বিক্রয় উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্যে র‌্যাবের একটিদল ওই এলাকায় যায়। ৩/৪ জন অস্ত্রধারী মাদককারবারিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাবও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।একপর্যায়ে ২-৩জন অজ্ঞাতনামা মাদক করবারি গুলি ছুড়তে ছুড়তে দৌড়ে পালিয়ে যায়।পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড তাজা কার্তুজ ও ১০ হাজার ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় মীর কাশেম নামে এক যুবককে উদ্ধার করে এমএসএফ মা ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৭] তিনি আরো বলেন, আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়