শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২১, ০২:২৬ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে এক দিনে করোনায় ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৩৩

নিউজ ডেস্ক: চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। আর শনাক্ত হয়েছেন ৯৩৩ জন। শনাক্তের হার ৩০.৫২ শতাংশ।

রোববার (৮ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে তিন হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষায় ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫১৯ জন ও বিভিন্ন উপজেলার ৪১৪ জন রয়েছেন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে- লোহাগাড়ার ১১ জন, সাতকানিয়ার ৩৭ জন, বাঁশখালীর ১০ জন, আনোয়ারার ১৫ জন, চন্দনাইশের ১৮ জন, পটিয়ার তিন জন, বোয়ালখালীর ৫৭ জন, রাঙ্গুনিয়ার ৮০ জন, রাউজানের ৬৯ জন, ফটিকছড়ির ১০ জন, হাটহাজারীর ৭১ জন, সীতাকুণ্ডের ১৮ জন, মিরসরাইয়ের সাত জন ও সন্দ্বীপের তিন জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৫২১ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৬৬ হাজার ৮৯৪ জন, বিভিন্ন উপজেলার ২৩ হাজার ৬২৭ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত ১৫ জনের মধ্যে ১০ জন নগরের বাসিন্দা, বাকি পাঁচ জন নগরের বাইরের বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬২১ জন নগরের, বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৩৮ জন।

এর আগে শনিবার (৭ আগস্ট) করোনায় আট জনের মৃত্যু হয়। শনাক্ত হয়েছিল ৯২৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়