শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০৮:৫৪ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় শোক দিবসে সুবিধাবঞ্চিতদের মাঝে বাবলার খাদ্যসামগ্রী বিতরণ

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, শনিবার জুরাইনে নিজ কার্যালয়ের সামনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন । জাতীয় পার্টির কো- চেয়ারম্যান জাতীয় শোক দিবসকে সামনে রেখে নিজ নির্বাচনী এলাকার হিজরা সম্প্রদায়, পরিচ্ছন্নতা কর্মী, শ্রমিকসহ ৫০০ শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

[৩] এ সময় বাবলা বলেন, প্রয়াত এরশাদ রাষ্ট্রক্ষমতায় থাকার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তৎকালীন কিছু মহলের বিরোধীতার কারণে তা বাস্তবায়ন হয়নি। কিন্তু জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

[৪] পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে জাতীয় শোক দিবসকে সামনে রেখে জাপা বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন বলে জানান বাবলা। তিনি আরও বলেন, তারই অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকার মানুষের মাঝে সাধ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী অব্যাহত রেখেছি।

[৫] তিনি বলেন, অনেকেই বঙ্গবন্ধুকে বিশেষ দলের সম্পদ মনে করেন। তারা বঙ্গবন্ধুকে ব্রাকেটবন্দি করে রাখতে চায়। এটি জাতির জন্য দুঃখজনক। ভুলে গেলে চলবে না, বঙ্গবন্ধু সার্বজনীন। তিনি কোনো বিশেষ দলের নয়। তিনি অধিকারবঞ্চিত স্বাধীনতাকামী মানুষের স্বপ্নের মহানায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়