শিরোনাম

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০৫:৫৭ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমপক্ষে ৭০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের শর্তে নিউজিল্যান্ডে পিআর পেয়েছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ

লিহান লিমা: [২] নিউজিল্যান্ডের ‘স্থায়ী বাসিন্দা’ হতে পেরেছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের অষ্টম শীর্ষ ধনী ল্যারি পেজ (৪৮)। পেজ নভেম্বরে ‘ইনভেস্টর প্লাস’ ভিসা কোটায় নিউজিল্যান্ডের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য আবেদন করেন। কিন্তু তিনি ওই সময় স্ত্রী ও দুই সন্তানসহ ফিজিতে অবস্থান করায় এর প্রক্রিয়া শুরু হয় নি। সিএনবিসি

[৩] এই ভিসায় আবেদনকারীকে তিন বছরের মধ্যে কমপক্ষে ৭০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করতে হবে। গত ১২জানুয়ারি পেজ নিউজিল্যান্ডে আসার পর ভিসা প্রক্রিয়া সম্পাদনের জরুরি আবেদন করেন। ফিজিতে থাকা তার অসুস্থ সন্তানকে চিকিৎসার জন্য দ্রুত নিউজিল্যান্ডে নিয়ে আসতে এই আবেদন করা হয়।

[৪] এর আগে নিউজিল্যান্ডে পরিবার নিয়ে পেজের অবস্থান করায় প্রশ্ন ওঠে মহামারীকালীন সীমান্ত নিষেধাজ্ঞা চলাকালীন তিনি কিভাবে দেশটিতে প্রবেশ করেন। তোপের মুখে পড়েন দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আর্ডেনও। বৃহস্পতিবার নিউজিল্যান্ড সরকার জানায়, পেজ স্থায়ী বাসিন্দার যোগ্যতা অর্জন করায় তিনি দেশটিতে প্রবেশ করতে পেরেছেন।

[৫] মাত্র ৫০ লাখ মানুষের দেশ নিউজিল্যান্ড সামাজিক ব্যবস্থাপনা, খাদ্য জ্বালানিতে স্বনির্ভরতা, সুন্দর জলবায়ু এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের জন্য বিশ্বের অন্যতম সেরা স্থান হিসেবে খ্যাত। পেজের নাগরিকত্ব পাওয়া টাকার বিনিময়ে কিউই নাগরিকত্ব কেনার বিতর্ককে আবার নতুন করে উস্কে দিলো।

[৬] এর আগে এর আগে প্যাপাল এর সহ-প্রতিষ্ঠাতা পিটার থিয়েল ২০১৭ সালে মাত্র ১২ দিন নিউজিল্যান্ডে অবস্থান করেই দেশটির নাগরিকত্ব পান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়