শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০৪:৩২ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার নিয়ে অস্ট্রেলিয়ার মাত্র তিনটি গণমাধ্যম ছাড়া অন্য কেউ কোন নিউজ করেনি

মাহিন সরকার: [২] পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দুই ম্যাচ আগেই বাংলাদেশের কাছে হেরে বসেছে অস্ট্রেলিয়া। এমনটা যদি ভারতের ক্ষেত্রে হতো তাহলে সে দেশের মিডিয়া ধবলধোলাই হওয়ার আগেই কয়েকদফা ধবলধোলাই করে ছাড়তো। নানা অ্যাঙ্গেলে, নানা দোষ-ত্রুটি আর খুঁটিনাটি নিয়ে নিউজ হতো।

[৩] কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেটা একদমই ভিন্ন। দুই ম্যাচ হাতে রেখে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়া সিরিজ হেরেছে এটা নিয়ে সে দেশের মিডিয়ায় কোনো মাতামাতি নেই। প্রথম সারির ৭-৮টি সংবাদমাধ্যমের মাত্র তিনটিতে এই সিরিজ হারের নিউজ হয়েছে। তাও স্রেফ ম্যাচ রিপোর্ট। কোনো সমালোচনা নয়। কোনো গল্প-কিচ্ছা নয়।

[৪] সিডনি মর্নিং হেরাল্ড ও দ্য এইজ ডটকম একই নিউজ করেছে। দ্য ক্যানবেরা টাইমসও এলিসের প্রশংসা করে নিউজ করেছে। এ ছাড়া দ্য হেরাল্ড সান, দ্য অস্ট্রেলিয়ান, ফাইনান্সিয়াল রিভিউ এমন বেশ কয়েকটি সংবাদমাধ্যম কোনো নিউজই করেনি এই সিরিজ নিয়ে। তারা অলিম্পিক, অ্যাশেজ ও রাগবি নিয়ে নিউজ করেছে।

[৫] তবে দ্য সিডনি মর্নিং হেরাল্ডের ম্যাচ রিপোর্টে অভিষেকেই হ্যাটট্রিক করা নাথান এলিসের প্রশংসা করা হয়েছে। উল্লেখ করা হয়েছে ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে ব্রেটলির করা হ্যাটট্রিকের কথাও।

[৬] এ ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার এটি যে টানা পঞ্চম সিরিজ হার সেটাও উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়