শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০২:২৩ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে পদক জিতলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : [২] স্বর্ণ পদক জয়ের সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল দুই দলের। সেমিফাইনালে রাশিয়ার কাছে হেরেছিল ব্রাজিল আর ফ্রান্সের কাছে হেরে যায় আর্জেন্টিনা। তাই তৃতীয়স্থান নির্ধারণী বা ব্রোঞ্জ পদকের জন্য লড়াইয়ে নেমেছিল চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা।

[৩] টোকিও অলিম্পিকের ভলিবলে পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ব্রাজিলকে ৩-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিয়েছে আর্জেন্টিনা দল।

[৪] এদিন ৩০ মিনিট ধরে চলা প্রথম সেটেই আর্জেন্টিনা জেতে ২৫-২৩ পয়েন্টের ব্যবধানে। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ২৫-২০ পয়েন্টে সেটটি জিততে তারা সময় নেয় ২৬ মিনিট। প্রথম দুই সেটে ১-১ হওয়ার পর তুমুল প্রতিদ্ব›িদ্বতা হয় তৃতীয় সেটে। শেষপর্যন্ত ৩১ মিনিটব্যাপী লড়াইটি ২৫-২০ পয়েন্টে জিতে নেয় ব্রাজিলিয়ানরা।

[৫] পরপর দুই সেট হেরে পিছিয়ে পড়লেও চতুর্থ সেটে অসাধারণ পারফরম্যান্স উপহার দেয় আর্জেন্টিনা। এবার তারা ব্রাজিলকে হারায় ২৫-১৭ পয়েন্টের ব্যবধানে। এই সেটের ব্যাপ্তি ছিল ২৯ মিনিট।

[৬] চার সেটে দুই দলই দুইটি করে জেতায় ম্যাচ গড়ায় ফল নির্ধারণী পঞ্চম সেটে। সেখানেও ছিল জমজমাট লড়াই। তবে শেষপর্যন্ত ১৫-১৩ ব্যবধানে জিতে ম্যাচটি নিজেদের করে নেয় আর্জেন্টিনা।

[৭] অলিম্পিক ভলিবলে দীর্ঘ ৩৩ বছর পর পদকের দেখা পেল তারা। এর আগে ১৯৮৮ সালের সিউল অলিম্পিকেও ভলিবল থেকে ব্রোঞ্জ জিতেছিল আর্জেন্টিনা।

[৮] উল্লেখ্য, গ্রæপ পর্বেও ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ে আর্জেন্টিনাকে ৩-২ সেট পয়েন্টে হারায় ২০১৬ সালের রিও অলিম্পিকে ভলিবলে স্বর্ণজয়ী দল ব্রাজিল।

[৯] এদিকে, টোকিও অলিম্পিকের ভলিবলে স্বর্ণপদকের লড়াইয়ে আজ শনিবার ৭ আগস্ট মুখোমুখি হবে রাশিয়া ও ফ্রান্স। - অলিম্পিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়