শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০১:০৪ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেরানীগঞ্জে জালনোট ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৬

বেলায়েত হোসেন: [২] ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় একটি অভিযান অভিযান চালিয়ে জাল নোট ও ইয়াবা’সহ ৪ এবং বিয়ারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় অভিযানে ৪০ হাজার টাকা সমমূল্যের জাল নোট ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করে র‌্যাব-১০।

[৪] বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকাল ৪টায় মোঃ এরশাদ হোসেন (২৭), মোঃ ইমরান (৩৮), মোঃ আশিক মিয়া (২২) ও মোঃ জাহাঙ্গীর আলম (৫৩) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে থেকে ১টি প্রাইভেট কার ৯টি মোবাইল ফোন ও নগদ- ১৬ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জাল নোট সরবরাহকারী ও পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় জাল নোট ক্রয়-বিক্রয় ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলো।

[৬] গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

[৭] এছাড়া সন্ধ্যা ৬টায় কেরাণীগঞ্জ আরেকটি অভিযানে মডেল থানা এলাকার ৪৪ ক্যান বিয়ারসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ আবু তালেব (৩১) ও মোঃ মনির হোসেন (৩৬) বলে জানা যায়। এসময় তাদের কাছে থেকে থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়