শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকা ক্যাম্পেইন শুরু

জেরিন আহমেদ: [২] শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, কুষ্টিয়া বগুড়াসহ দেশের বিভিন্ন এ কার্যক্রম শুরু হয়েছে। টিকা নিতে কেন্দ্রগুলোতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। কেন্দ্রগুলোর সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। তবে টিকা নিতে মানুষের মাঝে আগ্রহ বেড়েছে।

[৪] সারাদেশের ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, ১ হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়েছে। চলবে বিকেল ৩টা পর্যন্ত।

[৫] চট্রগ্রামে সকাল থেকে টিকা নিতে আসা লোকজনের দীর্ঘ লাইন দেখা গেছে। সিটি করপোরেশন এলাকা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৩২৬টি কেন্দ্রে করোনার গণটিকা কার্যক্রম শুরু হয়েছে সকাল ১০টায়। চট্টগ্রামের ১৫ উপজেলায় ১৯০টি ইউনিয়নের টিকাদান কার্যক্রম চালু হয়েছে।

[৬] জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী চট্টগ্রামে ১৫টি উপজেলায় ইউনিয়ন রয়েছে ১৯০টি। এর মধ্যে রাঙ্গুনিয়া উপজেলায় ১৫টি, বাঁশখালী উপজেলায় ১৪টি, লোহাগাড়া উপজেলায় ৯টি, আনোয়ারা উপজেলায় ১১টি, সন্দ্বীপ উপজেলায় ১৪টি, কর্ণফুলি উপজেলায় ৫টি, পটিয়া উপজেলায় ১৭টি, রাউজান উপজেলায় ১৪টি, চন্দনাইশ উপজেলায় ৯টি, মিরসরাই উপজেলায় ১৬টি, বোয়ালখালী উপজেলায় ৯টি, ফটিকছড়ি উপজেলায় ১৭টি, সাতকানিয়া উপজেলায় ১৭টি, হাটহাজারী উপজেলায় ১৪টি, সীতাকুণ্ড উপজেলায় ৯টি ইউনিয়ন রয়েছে।

[৭] কুষ্টিয়াতেও ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া শুরু হয়েছে। জেলার ৬৪ ইউনিয়ন ও ৫টি পৌরসভার মোট ৯৭ টি কেন্দ্রে করোনার এই টিকা দেওয়া শুরু হয়েছে। পৌরসভা ও ইউনিয়নগুলোর ১ নম্বর ওয়ার্ডগুলোতে এই টিকা দেওয়া হচ্ছে। ইউনিয়নগুলোর ১ নং ওয়ার্ডের মোট তিনটি গ্রামের মানুষ এই টিকা দেওয়া হচ্ছে। একেকটি কেন্দ্রে মোট তিনটি বুথে ৬০০ জন মানুষের টিকা দেওয়া হবে। সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, জেলায় মোট ৬২ হাজার ৪শ’ জনকে টিকা দেওয়া হবে।

[৮] টাঙ্গাইল জেলার সকল পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পরীক্ষামূলক ভাবে কোভিড-১৯ এর টিকা কার্যক্রম শুরু হয়েছে। জেলা সিভিল সার্জন ডা.আবুল ফজল মো. সাহাবুদ্দীন খান আরটিভি নিউজকে জানিয়েছেন, ৯৮টি ইউনিয়ন কেন্দ্র এবং ২৪টি পৌরসভা কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। যারা অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে পারেননি তারাও এই কার্যক্রমের আওতায় টিকা নিতে পারবেন। টিকার সময় ভোটার বা এনআইডি কার্ড সঙ্গে থাকলেই চলবে। সকাল থেকে বিকেল পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন তিনি।

[৯] গাজীপুর মহানগরের ১০৭টি টিকা কেন্দ্রসহ জেলায় মোট ২১৪ টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে। অধিকাংশ কেন্দ্রে শুরুতে একটু জটলা দেখা গেছে। কেন্দ্র নির্ধারণ নিয়েও কিছুটা বিশৃঙ্খলা হয়েছে হয়েছে বিভিন্ন এলাকায়। ইউনিয়ন পর্যায়ের অনেকে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখলেও কেন্দ্রে এসে আইডি কার্ড দেখিয়ে টিকা গ্রহণ করছেন অনেকে।  সিটি কর্পোরেশনের মেয়র এবং স্থানীয় সংসদ সদস্যরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে ও ভোগান্তি ছাড়া টিকা কার্যক্রম চালাতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গণটিকার প্রথম দিনে জেলাজুড়ে ৬০ হাজার মানুষকে টিকা দেয়ার প্রস্তুতি রয়েছে।

[১০] কুমিল্লা নগরীর ২৭ ওয়ার্ডে মর্ডানা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মহানগরীর ৩২টি টিকা কেন্দ্রে এ ভ্যাকসিন প্রদান করা হয়। এছাড়া জেলার ১৭ টি উপজেলা ১৯৩ টি ইউনিয়ন ও ৭ টি পৌরসভায় একযোগে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

[১১] খুলনায় ১৬১ কেন্দ্রে গণটিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে ৬১ হাজার ৪০০ জনকে টিকা দেয়ার টার্গেট নেওয়া হয়েছে। যশোরে শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি। জেলার ৯৩ টি ইউনিয়ন ও সদর পৌর সভার মোট ১শ’ টি কেন্দ্রে সকাল থেকে টিকা কার্যক্রম শুরু হয়।

[১২] পার্বত্য জেলা বান্দরবান পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। তবে দুর্গমতার কারণে বান্দরবানের থানছি, রুমা ও আলীকদম উপজেলার চারটি ইউনিয়নে এ টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে।  সকালে বান্দরবান শহরের বিলকিস বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

[১৩] সকালে জীবননগর পৌরসভায়ও এ গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে । পৌরসভার ১ নং ওয়ার্ডে সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,৪ নং ওয়ার্ডে দৌলৎগঞ্জ দৃষ্টিনন্দন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও ৭নং ওয়ার্ডে জীবননগর পাইলট বহুমুখী বিদ্যালয়ে জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম উপস্থিত হয়ে টিকাদান কার্যক্রমে শুভ উদ্বোধন করেন।

[১১] সকাল ৯টা থেকে উপজেলার গোয়ালন্দ পৌরসভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উজানচর, ছোট ভাকলা, দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ে একযোগে এ কার্যক্রম শুরু হয়। ২৫বছরের উর্ধ্বে যেকোন নারী-পুরুষ পরিচয়পত্রের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে সিনোফার্মার এ টিকা গ্রহন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে বয়স্কদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

[১২] শেরপুর সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন সংসদের সম্মানিত হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এম পি ।

[১৩] জেলায় মোট ৬৪টি কেন্দ্রে গণটিকা কার্যাক্রম শুরু হয়েছে এর মধ্যে ৫২টি ইউনিয়ন ও দুটি পৌর সভা । ইউনিয়ন পরিষদে তাদের কেন্দ্র এবং নালিতাবাড়ী পৌর সভায় ৩টি এবং শেরপুর পৌর সভায় ৯টি বলে জানান সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ ।

[১১] সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ওয়ার্ডভিত্তিক করোনা টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। ৩৩ টি ওয়ার্ডের ৩৩ টি কেন্দ্রে প্রতিদিন ৬০০ জন করে মোট ১৯ হাজার ৮০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ছিল মসিকের। ৮ ও ৯ আগস্ট তারিখেও একই লক্ষ্যমাত্রায় টিকা প্রদান করা হবে।

[১২] মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। টিকা কার্যক্রমকে সফল করতে সিটি কর্পোরেশনের ২২ জন কর্মকর্তা-কর্মচারিকে মনিটরিংয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

[১৩] রাঙ্গামাটিতে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন  জেলা প্রশাসক  মো.মিজানুর রহমান । প্রথম ডোজ ৩৩ হাজার টিকা প্রদান করা হয় । ১০টি উপজেলায় ৫০ ইউনিয়নে ২টি পৌরসভা গণটিকা কার্যক্রম শুরু হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়