শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০৩:০৩ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমান উপকূলে তেলের ট্যাংকারে হামলায় ইরানের হাত রয়েছে: পেন্টাগন

বিদেশ ডেস্ক : ওমান উপকূলে ইসরায়েলি প্রতিষ্ঠান পরিচালিত ট্যাংকার এমভি মারসার স্ট্রিট-এ হামলার পেছনে ইরান জড়িত, এমন দাবি মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের তদন্ত দলের। শুক্রবার বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানায়, মারসার জাহাজে হামলায় ব্যবহার করা ড্রোনটি ইরানের তৈরি।

গত জুলাইয়ে ওমান উপকূলে মারসার জাহাজে হামলায় জড়িতে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। এবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের একদল বিশেষজ্ঞ হামলার পেছনে তেহরান জড়িত বলে এই সিদ্ধান্তে পৌঁছেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইউএসএস রোনাল্ড রিগান থেকে পাঠানো তদন্তকারী দলটি ওমান উপকূলের ওই জাহাজে ড্রোন হামলার প্রমাণ পেয়েছে। ড্রোনটি সামরিক বিস্ফোরক দ্রব্য বহন করে। সেদিনের হামলায় জাহাজের দুই নাবিক প্রাণ হারান।

বিশেষজ্ঞ দলের প্রতিবেদনে এসেছে, ‘ইরানের তৈরি ড্রোন ‘কামিকাজি’ দিয়েই পরিকল্পিতভাবে বাণিজ্যিক জাহাজে হামলা হয়। এ ধরনের হামলা এই অঞ্চলে ক্রমেই বাড়ছে’।

গত ৩০ জুলাই ওমান উপকূলে হামলার শিকার হয় ইসরায়েলি প্রতিষ্ঠান পরিচালিত ট্যাংকার এমভি মারসার স্ট্রিট। হামলায় এক ব্রিটিশ ও এক রোমানিয়ান নাগরিকের মৃত্যু হয়। তখনই হামলার জন্য ইরানকে দায়ী করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তার দাবি এই হামলায় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বি ইরানের জড়িত থাকার প্রমাণ রয়েছে তাদের কাছে। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে আসছে তেহরান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়