শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৮:৪১ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ১১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলের পানির চেয়ে পরিবেশের ওপর বোতলজাত পানির প্রভাব সাড়ে ৩ হাজার গুণ বেশি

লিহান লিমা: [২] প্রাকৃতিক সম্পদের ওপর বোতলজাত পানির প্রভাব সম্পর্কিত প্রথম এই গবেষণাটি বার্সেলোনায় চালানো হয়। এই শহরে সম্প্রতি কলের পানির গুণমানের উন্নতি হওয়া সত্ত্বেও বোতলজাত পানীয় ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। গার্ডিয়ান

[৩]বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ (আইএসগ্লোবাল) এর চালানো গবেষণায় দেখাি গয়েছে, একটি শহরের জনসংখ্যার সবাই যদি বোতলজাত পানীয় পান করে তবে এর ফলে সম্পদ উত্তেলনের খরচ কলের পানির চেয়ে ৩ হাজার ৫০০ গুণ বেশি হবে, যার আর্থিক মূল্য বছরে ৮ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার। গবেষকরা আরো দেখেছেন, বাস্তুতন্ত্রে বোতল জাত পানির প্রভাব কলের পানির চেয়ে ১ হাজার ৪’শ গুণ বেশি।

[৪] গবেষণায় লেখকরা সিদ্ধান্তে পৌঁছেছেন, পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব হ্রাসের চেয়েও কলের পানি পানে মূত্রাশয় ক্যান্সারের ঝুঁকি কিছুটা বেশি। কারণ এই পানি সরবরাহের প্রক্রিয়া নিম্ন স্তরের ট্রাইহলোমেথন (টিএইচএম) উৎপন্ন করে, যা মূত্রাশয় ক্যান্সারের উচ্চ ঝুঁকির সঙ্গে যুক্ত। প্রসঙ্গত , ইউরোপিয় ইউনিয়নে পানি ‘টিএইচএম’ মাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়।

[৫] গবেষণার প্রধান লেখক আইএস গ্লোবালের গবেষক ক্রিস্টিনা ভিলানুয়েভা বলেন, ‘স্বাস্থ্যগত কারণ বোতলজাত পানির ব্যাপক ব্যবহারকে সমর্থন করে না । হ্যাঁ, একদম ঠিকভাবে বলতে গেলে, কলের পানি স্থানীয়দের স্বাস্থ্যের জন্য খারাপ, কিন্তু আপনি বোতলজাত পানি পান করে যে লাভটা পান তাও নূন্যতম। এটা স্পষ্ট যে, বোতলজাত পানির পরিবেশগত প্রভাব কলের পানির তুলনায় বেশি।

[৬] যুক্তরাষ্ট্রে বার্ষিক বোতলজাত পানি চাহিদা পূরণের জন্য প্লাস্টিক উৎপাদনে বছরে ১ কোটি ৭০ ব্যারেল তেলের প্রয়োজন হয়। এছাড়া যুক্তরাজ্যে বোতলজাত পানি কলের পানির চেয়ে কমপক্ষে ৫’শ গুণ বেশি ব্যয়বহুল।

[৭] ভিলানুয়েভা যোগ করেন, ‘আমি মনে করি, এই গবেষণা বোতলজাত পানির ব্যবহার কমাতে সাহায্য করতে পারে। কিন্তু এটি পরিবর্তনের জন্য আমাদের আরো সক্রিয় নীতি দরকার। মানুষের বোতলজাত পানির ওপর আস্থার কারণ বিজ্ঞাপন। আমরা জনসাধারণকে সচেতন করার জন্য শিক্ষামূলক প্রচারণা চালাতে পারি যে, পরিবেশগত প্রভাবের তুলনায় বোতলজাত পানি পান থেকে স্বাস্থ্যের লাভ সামান্য। আমাদের পাবলিক পানির কল, ফোয়ারা, ও ভবনগুলোতে প্রবেশ উন্নত করতে হবে যেখানে আপনি নিজের বোতল আনতে পারেন এবং আপনাকে নতুন করে কিনতে হবে না।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়