শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৮:১৫ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নায়িকা পরীমনি ও একার কর্মকাণ্ডের বিষয়ে শনিবার সিদ্ধান্ত নিবে শিল্পী সমিতি

মনিরুল ইসলাম: [২] ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি ও একার সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে চলচ্চিত্র শিল্পী সমিতি কাল শনিবার বিকেল ৩টায় কার্যনির্বাহী কমিটি মিটিং ডেকেছে। সমিতির সাংগঠনিক সম্পাদক অভিনেতা সুব্রত এ তথ্য জানিয়েছেন।

[৩] জানা গেছে, শিল্পী সমিতির সাধারন সম্পাদক নায়ক জায়েদ খান পরীমনি ও একার সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয় নিয়ে সিনিয়র চলচ্চিত্র শিল্পী সঙ্গে কথা বলেছেন। তারা সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পরামর্শ দিয়েছেন। তাদের পরামর্শে শিল্পী সমিতি ও উপদেষ্টা কমিটি যৌথভাবে মিটিং করার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল মিটিং শেষে বিকেল ৪টায় সমিতির অবস্থান ও সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানানো হবে।

[৪] এদিকে পরীমনির সাম্প্রতিক কর্মকাণ্ডে শিল্পী সমিতি তার পাশে থাকবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।

[৫] তিনি বলেন, শিল্পী সমিতি শিল্পীদের ভালো কাজে পাশে থাকবে, খারাপ কাজে নয়। আমি জায়েদ খানও যদি খারাপ কিছু করি তাহলে আমার দায়ভার কেনো শিল্পী সমিতি নেবে?

[৬] শুক্রবার (০৬ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

[৭] জায়েদ খান বলেন, শিল্পীদের কেউ যদি অপকর্মে জড়িত হয়ে যায় তাহলে এর দায় ওই শিল্পীর নিজের।

[৮] তিনি বলেন, এফডিসি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি। শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নায়ক রাজ রাজ্জাক। পাশাপাশি আরো ছিলেন নায়ক ফারুক ভাই, সোহেল রানা ভাই ও উজ্জ্বল ভাই। দু-একজন শিল্পীর জন্য যদি আমাদের সমস্ত শিল্পীদের সম্মানহানি হয়, সুনাম নষ্ট হয়-তা আমরা শিল্পী সমাজ কখনওই মেনে নেবো না।

[৯] এক প্রশ্নের জবাবে জায়েদ বলেন, এর আগে এদের বিরুদ্ধে কোনও অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আগেই ব্যবস্থা নিতাম। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়