শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে প্রথম ধাপে ৩ হাজার ৬০০ জনকে করোনার টিকা দেওয়া হবে

সোহাগ হোসেন: [২] সারা দেশের ন্যায় পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউপি সদস্যদের দেওয়া তালিকা অনুযায়ী করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস।

[৩] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.দিলরুবা ইয়াসমিন লিজা বলেছেন, একটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে দুই'শ করে তিনটি বুথের মাধ্যমে টিকা দেওয়া হবে । সে হিসেবে ৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ইউনিয়ন ভিত্তিক টিকা দানের প্রথম ধাপে ৬টি ইউনিয়নে সর্বমোট তিন হাজার ছয়'শ জনকে টিকা দেওয়া হবে।

[৪] মজিদবাড়িয়া ইউপি চেয়ারম্যান বলেন, প্রতি ওয়ার্ডে ২০০ জন মোট ৬০০ জনকে টিকা দিতে তারা টোকেন দিবে এবং তালিকা প্রস্তুত করে ইউএনও অফিসে পাঠানো হবে। একদিনে ৬০০ জন টিকা নিবে। টোকেন ছাড়া নিবন্ধনধারীরা গেলে, টিকা পাবে কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, দিতে পারবে।

[৫] এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, বয়স্ক, বৃদ্ধা এবং প্রতিবন্ধিদের অগ্রধিকার দেওয়া হবে। ওয়ার্ড কমিটি বা ইউনিয়ন পরিষদ সে ক্ষেত্রে কাজ করবে। ৬ ইউনিয়নে ৬ টি কেন্দ্রে ৩ টি বুথে টিকা দেওয়া হবে । আশাকরি মির্জাগঞ্জে পচিঁশ উর্ধ্ব একটি মানুষও ভ্যাক্সিন ছাড়া থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়