শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরের রাজৈরে পলাতক ইজিবাইক চোর আটক

আকাশ আহম্মেদ: [২] উপজেলায় আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের সদস্য যাচ্চু শেখ(৪০)-কে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) সকালে তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। যাচ্চু উপজেলার টেকেরহাট বন্দরের ঘোষালকান্দি গ্রামের মৃত ফজলু শেখের ছেলে।

[৩] রাজৈর থানার এসআই মীর নাজমুল হাসান জানান, টেকেরহাট বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় যাচ্চুকে আটক করা হয়। সে ইজিবাইক চুরি মামলার এজাহার নামীয় পলাতক আসামী। এর আগে তার বাড়ি থেকে চোরাইকৃত ইজিবাইকসহ আরও ৩ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এই মামলার মোট আসামী ৫ জন।

[৪] পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন হাওলাদার বলেন, আমরা আটককৃত আসামীকে আদালতে প্রেরণ করেছি। আরেক জনকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

[৫] উল্লেখ্য, গত ১৬ জুলাই সকালে শিবচর থেকে ইজিবাইক চালিয়ে লোকজন নিয়ে রাজৈরে আসে ইসমাইল। তারপর টেকেরহাট নজরুল ক্লাবের সামনে রেখে খাবার খেতে যায়। ফিরে এসে দেখেন তার ইজিবাইকটি চুরি হয়ে গেছে। পরে ওই ইজিবাইকের মালিক শিবচরের চর কামালকান্দি এলাকার শাজাহান খানের ছেলে ইসমাইল খান(১৯) বাদী হয়ে শুক্রবার (১৬ জুলাই) দুপুরে থানায় এসে মামলা করে। এরই সূত্র ধরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাসলা গ্রামের মন্টু শিকদারের ছেলে কামাল শিকদার(২৫) ও তার সহযোগী রাজৈর উপজেলার হৃদয়নন্দি এলাকার মৃত রুস্তম সরদারের ছেলে সুলতান সরদার(৩১) এবং একই উপজেলার বেপাড়ী পাড়া এলাকার রুহুল আমিন বেপারীর ছেলে ইয়াসিন আরাফাত(২৩)-কে আটক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়