শিরোনাম
◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০২:০৮ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২য় ডোজ নেওয়ার ৬ মাস পরেও মডার্নার ভ্যাকসিন ৯৩ শতাংশ কার্যকর থাকে: গবেষণা

আসিফুজ্জামান পৃথিল: [২]চলতি বছর ৮০ কোটি থেকে ১০০ কোটি ডোজের বেশি করোনার টিকা উৎপাদন করবে না প্রতিষ্ঠানটি। [৩] ক্লিনিক্যাল ট্রায়াল শেষে মডার্না জানিয়েছিল, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৪ শতাংশ সুরক্ষা দিতে পারে। এরপরও প্রতিষ্ঠানটি মনে করছে, অ্যান্টিবডি কমতে শুরু করায় শীত মৌসুমে করোনা থেকে সুরক্ষা পেতে টিকার তৃতীয় বা বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে। টাইমস অব ইন্ডিয়া

[৪] চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আয়ের হিসাব দিতে গিয়ে মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল বলেন, ‘আমরা এখন সক্ষমতা সীমিত করে আনছি এবং চলতি বছর সরবরাহ করার শর্তে নতুন করে আর কোনো ক্রয়াদেশ নেওয়া হচ্ছে না।’

[৫] এদিকে ফাইজার গত সপ্তাহে জানায়, তাদের উদ্ভাবিত করোনার টিকার সক্ষমতা প্রতি দুই মাসে ৬ শতাংশ করে কমে আসে। দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর ফাইজারের টিকার সুরক্ষা সক্ষমতা নেমে আসে প্রায় ৮৪ শতাংশে।

[৬] স্টিফেন ব্যানসেল আরও বলেন, ‘দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পরও আমাদের কোভিড–১৯ টিকার সুরক্ষা সক্ষমতা (৯৩ শতাংশ) চমৎকার। তবে এরপরও অতিসংক্রামক ডেল্টা ধরন এখন আমাদের সামনে নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে। এটার বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়