শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০২:০০ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫ শতাধিক যানবাহন শিমুলিয়া ঘাট পারাপারের অপেক্ষায়

মারুফ মালেক: [২] মুন্সিগঞ্জের শিমুলিয়ায় গাড়ি ও যাত্রীর চাপ বেড়েছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় আজ শুক্রবার (০৬ আগস্ট) ভোর থেকে যাত্রীরা ঘাটে এসে ফেরিতে নদী পার হচ্ছেন।

[৩] এদিকে ঘাটে বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। ঘাটে পারাপারের অপেক্ষায় প্রায় দুই শতাধিক ব্যক্তিগত গাড়ি রয়েছে। এ ছাড়া পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবামূলক পরিবহন মিলে প্রায় পাঁচ শতাধিক যানবাহন ঘাট পারাপারের অপেক্ষায় রয়েছে।

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক বাণিজ্য ফয়সাল আহমেদ বলেন, আজ সকাল থেকে ঘাটে যাত্রী ও গাড়ির চাপ বেড়েছে। এ নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে। পর্যায়ক্রমে সব যানবাহন পারাপার করা হবে।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন বলেন, ছুটির দিন হওয়ায় শিমুলিয়ায় যাত্রীর চাপ বেড়েছে। তবে যাত্রীর চাপের চেয়ে সকাল থেকে গাড়ির চাপ বেশি। এ মুহূর্তে ঘাট পারাপারের অপেক্ষায় ২৫০টি পণ্যবাহী এবং ২ শতাধিক ব্যক্তিগত গাড়ি ও অ্যাস্বুলেন্স পারাপারের অপেক্ষায় রয়েছে। সূত্র: ঢাকা পোস্ট ডটকম/ যুগান্তর ডটকম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়