শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২১ সালের মধ্যে বিশ্বকে ২০০ কোটি ডোজ কোভিড টিকা দেবে চীন: শি জিনপিং

রাশিদুল ইসলাম : [২] চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চলতি ২০২১ সালের মধ্যে তার দেশ বিশ্বকে করোনাভাইরাস মোকাবেলার জন্য কোভিড ভ্যাকসিনের ২০০ কোটি ডোজ সরবরাহ করবে। কোভিড-১৯ ভ্যাকসিন কোঅপারেশন ফোরামে পাঠানো এক লিখিত বিবৃতিতে চীনা প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। তিনি আরো বলেছেন, কোভ্যাক্স গ্লোবাল ভ্যাকসিন তৈরি ও বিতরণের জন্য চীন ১০ কোটি ডলার অনুদান দেবে।

[৩] ফোরামের ওই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবেলার জন্য কোভিড ভ্যাকসিনের ৭৭ কোটি ডোজ সরবরাহ করেছে।

[৪] এরইমধ্যে সিনোভ্যাক বায়োটেক নামে চীনের একটি ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান বিশ্বের ২০ দেশের সঙ্গে ৯০ কোটি ডোজ সরবরাহের চুক্তি করেছে। এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইন ওয়েইডং।

[৫] চীনের প্রেসিডেন্ট শি বলেছেন মহামারি মোকাবেলায় বিভিন্ন দেশকে তার দেশের দেওয়া সহায়তা অব্যাহত থাকবে। ইতমধ্যে ৮০টি দেশকে ৩০ কোটি টিকা দিয়েছে চীন। ২ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছে। আগামী তিন বছরের জন্যে উন্নয়নশীল দেশের জন্যে তিনি ৩ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের প্রস্তাব দেন।

[৬] হু’র হিসেবে ধনী দেশগুলো প্রতি ১শ জনকে ৫০ ডোজ দিলেও গরিব দেশগুলো একই অনুপাতে দিতে পেয়েছে দেড় ডোজ মাত্র। টিকার অভাবেই এটা হয়েছে।

[৭] হু’র পরিচালক প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা জরুরি বলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়