স্পোর্টস ডেস্ক : [২] নিজে ছিলেন ক্রিকেটার। ২০০৭ ও ২০১১ দুটো বিশ্বকাপেই ফাইনালে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। কেরিয়ারে জিতেছেন দুটি বিশ্বকাপ। সেই গৌতম গম্ভীর বলছেন, ক্রিকেটের যে কোনও সাফল্যের থেকে বড় অলিম্পিক হকিতে ভারতের ব্রোঞ্জ পদক জয়।
[৩] ১৯৮০’র অলিম্পিকের পর ধীরে ধীরে হকিতে পিছিয়েই পড়ছিল ভারত। গত ৪১ বছরে অলিম্পিকে পদক আসেনি। বৃহস্পতিবার (৫ আগস্ট) সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে শ্রীজেশ, রূপিন্দর পাল সিং, মনপ্রীতদের হাত ধরে। স্বাভাবিকভাবেই আবেগের আতিশয্য দেখা যাচ্ছে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে। সম্ভবত সেই আবেগে ভেসেই গৌতম গম্ভীর বলে দিলেন, ১৯৮৩, ২০০৭ বা ২০১১ ভুলে যান।
[৪] হকির এই পদক যে কোনও বিশ্বকাপের থেকে বড় সাফল্য। গম্ভীর একা নন, আরও বহু ক্রীড়াবিদই হকি দলের সাফল্য নিয়ে টুইট করেছেন। অভিনব বিন্দ্রা, বীরেন্দ্র শেহবাগ, হরভজন সিং, সুরেশ রায়না থেকে শুরু করে সকলেই ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন। গোটা দেশ ভারতীয় হকি দলের এই সাফল্যকে ঐতিহাসিক হিসাবে বর্ণনা করছে।
[৫] খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতীয় হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় হকি দলকে। - আজকাল